নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিঙ্গাপুর ম্যাচে চোখ রেখে জাতীয় স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রীতি ম্যাচ হওয়ার কারণে এ ম্যাচে তাই পরীক্ষা নিরীক্ষার বেশ ভালো সুযোগ পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ, খেলোয়াড় বদলি করার ক্ষেত্রেও তেমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই।
তবু কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? সবশেষ ভারতের বিপক্ষে এ বছরের মার্চে ৪-২-৩-১ ছক সাজিয়েছিলেন কাবরেরা। সেই ম্যাচে হামজা চৌধুরীই ছিলেন দলের নিউক্লিয়াস। যদিও ভুটান ম্যাচের শুরুর একাদশে তাঁকে নাও দেখা যেতে পারে। তিনি অবশ্য খেলতে চেয়েছেন। এখন তাই বাকিটা নির্ভর করছে কোচের ওপর।
সংবাদ সম্মেলনে গতকাল কাবরেরা নিশ্চিত করেছেন ফাহামিদুল ইসলামের অভিষেক হবে। তবে শুরুর একাদশে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত। ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে সুমন রেজাকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন তিনি। নম্বর নাইন হিসেবে তাঁর যে সামর্থ্য, তা পরখ করে দেখতে চান কাবরেরা। গোলপোস্টের নিচে শুরুটা হয়তো করবেন মিতুল মারমা। এ ছাড়া তাঁর সামনে থাকবেন শাকিল আহাদ, তপু বর্মণ, তারিক কাজী ও সাদ উদ্দিন। মিডফিল্ডে হামজা না থাকলে শুরুর একাদশে দেখা যেতে পারে সোহেল রানা কিংবা কাজেম শাহকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা/কাজেম শাহ, শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম/মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, সুমন রেজা
সিঙ্গাপুর ম্যাচে চোখ রেখে জাতীয় স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রীতি ম্যাচ হওয়ার কারণে এ ম্যাচে তাই পরীক্ষা নিরীক্ষার বেশ ভালো সুযোগ পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ, খেলোয়াড় বদলি করার ক্ষেত্রেও তেমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই।
তবু কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? সবশেষ ভারতের বিপক্ষে এ বছরের মার্চে ৪-২-৩-১ ছক সাজিয়েছিলেন কাবরেরা। সেই ম্যাচে হামজা চৌধুরীই ছিলেন দলের নিউক্লিয়াস। যদিও ভুটান ম্যাচের শুরুর একাদশে তাঁকে নাও দেখা যেতে পারে। তিনি অবশ্য খেলতে চেয়েছেন। এখন তাই বাকিটা নির্ভর করছে কোচের ওপর।
সংবাদ সম্মেলনে গতকাল কাবরেরা নিশ্চিত করেছেন ফাহামিদুল ইসলামের অভিষেক হবে। তবে শুরুর একাদশে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত। ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে সুমন রেজাকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন তিনি। নম্বর নাইন হিসেবে তাঁর যে সামর্থ্য, তা পরখ করে দেখতে চান কাবরেরা। গোলপোস্টের নিচে শুরুটা হয়তো করবেন মিতুল মারমা। এ ছাড়া তাঁর সামনে থাকবেন শাকিল আহাদ, তপু বর্মণ, তারিক কাজী ও সাদ উদ্দিন। মিডফিল্ডে হামজা না থাকলে শুরুর একাদশে দেখা যেতে পারে সোহেল রানা কিংবা কাজেম শাহকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা/কাজেম শাহ, শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম/মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, সুমন রেজা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে