ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্রায় দুই দশক কাটিয়ে দেওয়ার পর সেই ক্লাব ছেড়ে যাওয়ার সময় মেসির কান্নার দৃশ্য এখনো ফুটবলপ্রেমীদের চোখে ভাসে। শুধু তাই নয়, ক্লাবটির কাছে মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
চার বছর আগে বার্সেলোনা ছেড়ে দেওয়া মেসির পাওনা টাকা এ মাসের মধ্যেই পরিশোধ করবে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্টের’ মাধ্যমে জানা গেছে। গণমাধ্যমটির গত রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, আর্জেন্টাইন কিংবদন্দির বকেয়া ৫.৯৬ মিলিয়ন ইউরো পরিশোধ করবে বার্সা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৫ কোটি ৩৯ লাখ টাকা। ২০২০ সালে মেসির শেষ চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইনস্টলমেন্টে ৪৮ মিলিয়ন ইউরো (৬৮৭ কোটি ৭০ লাখ টাকা) পাওয়ার কথা ছিল বার্সা থেকে। তবে সে সময়ে আর্থিক সংকটে ভুগছিল বার্সা। ক্লাবটির শেষ যে ইনস্টলমেন্ট (৮৫ কোটি ৩৯ লাখ টাকা) ছিল, সেটি বাকি রয়ে গিয়েছিল।
মেসি অবশ্য একা নন, বার্সেলোনার কাছে পারিশ্রমিকের বকেয়া জমা ছিল আরও কয়েক খেলোয়াড় ও কোচের। ২০২০ সালে করোনো অতিমারির সময়ই আর্থিক দুর্দশা শুরু হয়েছিল বার্সার। ফলে চুক্তি অনুযায়ী টাকা পেতে দেরি হয়েছিল স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেতস, ফিলিপ কুতিনহো, উসমান দেম্বেলের মতো খেলোয়াড়দের। সাবেক কোচ রোনাল্ড কোমানও ঠিক সময়ে টাকা পাননি। সে সময় বার্সেলোনার সভাপতি ছিলেন জোসেফ মারিয়া বার্তামেউ। মেসির সঙ্গে বার্সার সম্পর্ক শেষ হওয়ার জন্য অনেকাংশে দায়ী করা হয়েছিল।
২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে গিয়েছিলেন মেসি। তবে ২০২৩ সালে পিএসজির পরিবেশ তাঁর জন্য বিষাক্ত হয়ে উঠেছিল। সেই বছরই চলে যান ইন্টার মায়ামিতে। তখন থেকে শুরু করে ক্লাবটির হয়ে ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড পুরস্কার জিতেছেন। একের পর এক গোল করে রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছেন। ইন্টার মায়ামি এখন বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা হয়ে উঠেছে। মেসি, বুসকেতস, জর্দি আলবারা এখন খেলছেন মায়ামিতে।
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্রায় দুই দশক কাটিয়ে দেওয়ার পর সেই ক্লাব ছেড়ে যাওয়ার সময় মেসির কান্নার দৃশ্য এখনো ফুটবলপ্রেমীদের চোখে ভাসে। শুধু তাই নয়, ক্লাবটির কাছে মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
চার বছর আগে বার্সেলোনা ছেড়ে দেওয়া মেসির পাওনা টাকা এ মাসের মধ্যেই পরিশোধ করবে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্টের’ মাধ্যমে জানা গেছে। গণমাধ্যমটির গত রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, আর্জেন্টাইন কিংবদন্দির বকেয়া ৫.৯৬ মিলিয়ন ইউরো পরিশোধ করবে বার্সা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৫ কোটি ৩৯ লাখ টাকা। ২০২০ সালে মেসির শেষ চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইনস্টলমেন্টে ৪৮ মিলিয়ন ইউরো (৬৮৭ কোটি ৭০ লাখ টাকা) পাওয়ার কথা ছিল বার্সা থেকে। তবে সে সময়ে আর্থিক সংকটে ভুগছিল বার্সা। ক্লাবটির শেষ যে ইনস্টলমেন্ট (৮৫ কোটি ৩৯ লাখ টাকা) ছিল, সেটি বাকি রয়ে গিয়েছিল।
মেসি অবশ্য একা নন, বার্সেলোনার কাছে পারিশ্রমিকের বকেয়া জমা ছিল আরও কয়েক খেলোয়াড় ও কোচের। ২০২০ সালে করোনো অতিমারির সময়ই আর্থিক দুর্দশা শুরু হয়েছিল বার্সার। ফলে চুক্তি অনুযায়ী টাকা পেতে দেরি হয়েছিল স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেতস, ফিলিপ কুতিনহো, উসমান দেম্বেলের মতো খেলোয়াড়দের। সাবেক কোচ রোনাল্ড কোমানও ঠিক সময়ে টাকা পাননি। সে সময় বার্সেলোনার সভাপতি ছিলেন জোসেফ মারিয়া বার্তামেউ। মেসির সঙ্গে বার্সার সম্পর্ক শেষ হওয়ার জন্য অনেকাংশে দায়ী করা হয়েছিল।
২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে গিয়েছিলেন মেসি। তবে ২০২৩ সালে পিএসজির পরিবেশ তাঁর জন্য বিষাক্ত হয়ে উঠেছিল। সেই বছরই চলে যান ইন্টার মায়ামিতে। তখন থেকে শুরু করে ক্লাবটির হয়ে ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড পুরস্কার জিতেছেন। একের পর এক গোল করে রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছেন। ইন্টার মায়ামি এখন বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা হয়ে উঠেছে। মেসি, বুসকেতস, জর্দি আলবারা এখন খেলছেন মায়ামিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে