কোপা আমেরিকা ফাইনালের পর আরও একবার ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকো দেখার জন্য উন্মুখ হয়ে ছিল গোটা বিশ্ব। তবে ম্যাচের ৭ মিনিটে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা বাগড়া দিলে বাধে বিপত্তি। তাদের অভিযোগ, নিয়ম ভেঙে আর্জেন্টিনা চার খেলোয়াড়কে ব্রাজিলে নিয়ে এসেছে। পরে স্থগিত হয়ে যায় ম্যাচটি। স্থগিত হওয়া সেই ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
এরই মধ্যে ম্যাচের রিপোর্ট দেখেছে ফিফা। দুই দলের কাছে অন্যান্য প্রয়োজনীয় তথ্যও জানতে চাওয়া হয়েছে। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রিপোর্ট ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারা দুই দলের অ্যাসোসিয়েশনের ওপর তদন্ত শুরু করেছে। দুই দলকেই ম্যাচের বিষয়ে সব তথ্য জানানোর জন্য বলা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, কিসের ভিত্তিতে শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করা হয়। ফিফা সব বিষয়ে তথ্য সংগ্রহ করার পরই ডিসিপ্লিনারি কমিটি পুরো বিষয়টাকে আবারও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। সবকিছু বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় রোববার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হয়েছিল নির্ধারিত সময়েই। ম্যাচের ৭ মিনিটে মাঠে নেমে পড়েন ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্মকর্তা। কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগে তাঁরা আটক করতে চান মাঠে নামা তিন খেলোয়াড়কে! এ ঘটনায় মাঠ ছেড়ে চলে যান আর্জেন্টাইন খেলোয়াড়েরা।
সে সময় ব্রাজিল দলের খেলোয়াড়-কোচদেরও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। মাঠেই ছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনিও। তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও ব্রাজিল কোচ তিতের সঙ্গে কথা চালিয়ে যান। পরে এসে যোগ দেন মেসি-নেইমারও। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়৷
কোপা আমেরিকা ফাইনালের পর আরও একবার ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকো দেখার জন্য উন্মুখ হয়ে ছিল গোটা বিশ্ব। তবে ম্যাচের ৭ মিনিটে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা বাগড়া দিলে বাধে বিপত্তি। তাদের অভিযোগ, নিয়ম ভেঙে আর্জেন্টিনা চার খেলোয়াড়কে ব্রাজিলে নিয়ে এসেছে। পরে স্থগিত হয়ে যায় ম্যাচটি। স্থগিত হওয়া সেই ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
এরই মধ্যে ম্যাচের রিপোর্ট দেখেছে ফিফা। দুই দলের কাছে অন্যান্য প্রয়োজনীয় তথ্যও জানতে চাওয়া হয়েছে। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রিপোর্ট ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারা দুই দলের অ্যাসোসিয়েশনের ওপর তদন্ত শুরু করেছে। দুই দলকেই ম্যাচের বিষয়ে সব তথ্য জানানোর জন্য বলা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, কিসের ভিত্তিতে শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করা হয়। ফিফা সব বিষয়ে তথ্য সংগ্রহ করার পরই ডিসিপ্লিনারি কমিটি পুরো বিষয়টাকে আবারও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। সবকিছু বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় রোববার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হয়েছিল নির্ধারিত সময়েই। ম্যাচের ৭ মিনিটে মাঠে নেমে পড়েন ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্মকর্তা। কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগে তাঁরা আটক করতে চান মাঠে নামা তিন খেলোয়াড়কে! এ ঘটনায় মাঠ ছেড়ে চলে যান আর্জেন্টাইন খেলোয়াড়েরা।
সে সময় ব্রাজিল দলের খেলোয়াড়-কোচদেরও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। মাঠেই ছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনিও। তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও ব্রাজিল কোচ তিতের সঙ্গে কথা চালিয়ে যান। পরে এসে যোগ দেন মেসি-নেইমারও। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়৷
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে