ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির নতুন শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। সে কারণেই কিনা সদ্য অতীত হওয়া প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মনেই রাখতে চান না মেসি। সামাজিক মাধ্যমে ফরাসি ক্লাবটিকে আনফলো করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
সামাজিক মাধ্যমে মেসি অ্যাকটিভ থাকেন। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ৪৭ কোটি ৮০ লাখ ভক্ত। সেই তুলনায় আর্জেন্টাইন তারকা ফুটবলার অনুসরণ করেন খুব কম কিছুই। ইনস্টাগ্রামে ২৮১ অ্যাকাউন্টকে অনুসরণ করতেন মেসি। তবে গতকাল ক্ল্যারিন জানিয়েছে, সংখ্যাটা ২৮১ থেকে ২৮০তে নেমে আসে। কমে যাওয়া সেই অ্যাকাউন্ট হলো পিএসজির। ফরাসি ক্লাবকে ইনস্টাগ্রামে মেসি আনফলো করেছেন। প্যারিসিয়ানদের কোনো সংবাদ তিনি আর দেখতে চান না। যেখানে সম্পর্কের তিক্ততায় এ বছর শেষ হয়েছে পিএসজিতে মেসির দুই মৌসুম। মাঠে নামলে দুয়োধ্বনি তো ছিলই, নানারকম ব্যঙ্গবিদ্রুপের শিকারও হতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। এ বছরের ৩০ জুন তাঁর সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে।
তা ছাড়া গত মাসে পিএসজির সামাজিক মাধ্যমে ধস নেমেছিল। গত ৩ জুন পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচের পর ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গিয়েছিল ক্লাবটির।
গত পরশু মিয়ামিতে পৌঁছেছেন মেসি। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। গতকাল ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায়।
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তির কাজও প্রায় হয়ে গেছে। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর মিয়ামির হয়ে খেলার কথা।
ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির নতুন শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। সে কারণেই কিনা সদ্য অতীত হওয়া প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মনেই রাখতে চান না মেসি। সামাজিক মাধ্যমে ফরাসি ক্লাবটিকে আনফলো করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
সামাজিক মাধ্যমে মেসি অ্যাকটিভ থাকেন। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ৪৭ কোটি ৮০ লাখ ভক্ত। সেই তুলনায় আর্জেন্টাইন তারকা ফুটবলার অনুসরণ করেন খুব কম কিছুই। ইনস্টাগ্রামে ২৮১ অ্যাকাউন্টকে অনুসরণ করতেন মেসি। তবে গতকাল ক্ল্যারিন জানিয়েছে, সংখ্যাটা ২৮১ থেকে ২৮০তে নেমে আসে। কমে যাওয়া সেই অ্যাকাউন্ট হলো পিএসজির। ফরাসি ক্লাবকে ইনস্টাগ্রামে মেসি আনফলো করেছেন। প্যারিসিয়ানদের কোনো সংবাদ তিনি আর দেখতে চান না। যেখানে সম্পর্কের তিক্ততায় এ বছর শেষ হয়েছে পিএসজিতে মেসির দুই মৌসুম। মাঠে নামলে দুয়োধ্বনি তো ছিলই, নানারকম ব্যঙ্গবিদ্রুপের শিকারও হতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। এ বছরের ৩০ জুন তাঁর সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে।
তা ছাড়া গত মাসে পিএসজির সামাজিক মাধ্যমে ধস নেমেছিল। গত ৩ জুন পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচের পর ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গিয়েছিল ক্লাবটির।
গত পরশু মিয়ামিতে পৌঁছেছেন মেসি। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। গতকাল ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায়।
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তির কাজও প্রায় হয়ে গেছে। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর মিয়ামির হয়ে খেলার কথা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে