সার্জিও রামোসের কুখ্যাত ‘ট্যাকল’টা এখনো মনে রেখেছেন মোহামেদ সালাহ। কান্না চোখে ২০১৮ সালের ফাইনালে ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়ার সেই স্মৃতি আজও চোখে ভাসে মিসরীয় ফরোয়ার্ডের। মাঠের বাইরে থেকে পুড়েছেন রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হারানোর যন্ত্রণায়।
এবার সেই পাওনাটা বুঝিয়ে দিতে চান সালাহ। গত পাঁচ বছরের নিজেদের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিশ্চিত করে লিভারপুল তারকা ইচ্ছা জানিয়েছেন, ২৮ মের ফাইনালে তিনি রিয়ালকেই প্রতিপক্ষ হিসেবে চান।
ভিয়ারিয়ালের মাঠে কাল রাতে ২ গোলে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। ফাবিনহো, লুইস দিয়াজ ও সাদিও মানের গোলে ২-৩ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে অলরেডদের অগ্রগামিতা ৫-২ গোলে।
লিভারপুল তাদের কাজ ঠিকঠাক সেরে এখন প্রতিপক্ষের অপেক্ষায়। আজ রাতেই ঠিক হয়ে যাবে ফাইনালে কারা হবে অলরেডদের প্রতিপক্ষ। লিভারপুলের লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি নাকি স্প্যানিশ রিয়াল মাদ্রিদ?
প্রিমিয়ার লিগসহ এবারের মৌসুমে একাধিকবার ম্যানসিটির সঙ্গে খেলা হয়েছে লিভারপুলের। আবারও দেখা হতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সেই সম্ভাবনা এড়িয়ে রিয়ালকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চান সালাহ। গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে চাই। সিটি অনেক কঠিন দল কিন্তু তাদের সঙ্গে আমাদের প্রতি মৌসুমেই খেলা হয়। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি রিয়ালের কথাই বলব।’
এবং প্রতিশোধের জন্যই যে রিয়ালকে চান সেটাও জানিয়ে দিয়েছেন সালাহ,‘আমরা তাদের কাছে ফাইনালে হেরেছিলাম। আমি তাদের বিপক্ষে খেলতে চাই, আশা করি এবার আমরাই জিতব।’
সার্জিও রামোসের কুখ্যাত ‘ট্যাকল’টা এখনো মনে রেখেছেন মোহামেদ সালাহ। কান্না চোখে ২০১৮ সালের ফাইনালে ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়ার সেই স্মৃতি আজও চোখে ভাসে মিসরীয় ফরোয়ার্ডের। মাঠের বাইরে থেকে পুড়েছেন রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হারানোর যন্ত্রণায়।
এবার সেই পাওনাটা বুঝিয়ে দিতে চান সালাহ। গত পাঁচ বছরের নিজেদের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিশ্চিত করে লিভারপুল তারকা ইচ্ছা জানিয়েছেন, ২৮ মের ফাইনালে তিনি রিয়ালকেই প্রতিপক্ষ হিসেবে চান।
ভিয়ারিয়ালের মাঠে কাল রাতে ২ গোলে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। ফাবিনহো, লুইস দিয়াজ ও সাদিও মানের গোলে ২-৩ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে অলরেডদের অগ্রগামিতা ৫-২ গোলে।
লিভারপুল তাদের কাজ ঠিকঠাক সেরে এখন প্রতিপক্ষের অপেক্ষায়। আজ রাতেই ঠিক হয়ে যাবে ফাইনালে কারা হবে অলরেডদের প্রতিপক্ষ। লিভারপুলের লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি নাকি স্প্যানিশ রিয়াল মাদ্রিদ?
প্রিমিয়ার লিগসহ এবারের মৌসুমে একাধিকবার ম্যানসিটির সঙ্গে খেলা হয়েছে লিভারপুলের। আবারও দেখা হতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সেই সম্ভাবনা এড়িয়ে রিয়ালকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চান সালাহ। গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে চাই। সিটি অনেক কঠিন দল কিন্তু তাদের সঙ্গে আমাদের প্রতি মৌসুমেই খেলা হয়। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি রিয়ালের কথাই বলব।’
এবং প্রতিশোধের জন্যই যে রিয়ালকে চান সেটাও জানিয়ে দিয়েছেন সালাহ,‘আমরা তাদের কাছে ফাইনালে হেরেছিলাম। আমি তাদের বিপক্ষে খেলতে চাই, আশা করি এবার আমরাই জিতব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে