এক ড্রোন-কাণ্ডের কারণে প্যারিস অলিম্পিকে বেশ বিপাকে পড়েছে কানাডা নারী ফুটবল দল। কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছর নিষিদ্ধ করার পাশাপাশি দলটির ৬ পয়েন্ট কেটেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফার শাস্তির বিরুদ্ধে তাই আপিল করল কানাডা।
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) গত রাতে কানাডার আপিলের কথা নিশ্চিত করেছে। সিএএসের বিবৃতিতে জানানো হয়েছে, পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি পুরোপুরি বাতিল করা অথবা শাস্তি কমানোর কথা বলছে কানাডা। কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘দিনের শুরুতে কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা সকার ফিফার ৬ পয়েন্ট কেটে নেওয়ার বিরুদ্ধে আপিল করেছে। আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা এসব কাজে জড়িত নয়। নিউজিল্যান্ড ম্যাচে স্বচ্ছতা ধরে রাখার যে প্রসঙ্গে বলা হয়েছে, তা থেকে অনেক দূরে। অলিম্পিক গেমসের প্যারিসে ক্রীড়া আদালতের অ্যাড হক ট্রাইবুনালে আপিলের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’
আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত সিএএস বুধবার ব্রিটিশ টাইম বেলা ১১টায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সময় তা বিকাল ৪টা। এদিন রাতেই ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। যদি শাস্তি মওকুফের সুসংবাদ ম্যাচের আগে কানাডা পেয়ে যায়, তাহলে তো কথাই নেই। কারণ দলটি দুই ম্যাচ জিতলেও বর্তমানে তারা শূন্য পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার ৩ নম্বরে রয়েছে। কলম্বিয়া, ফ্রান্স দুটি দলই ৩ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে রয়েছে। শূন্য থেকে শুরু করলে কানাডাকে জিততেই হবে কলম্বিয়ার বিপক্ষে। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে কলম্বিয়াকে পেছনে ফেলবে কানাডা। পাশাপাশি কানাডার ভক্ত-সমর্থকদের প্রার্থনা করতে হবে, যাতে ফ্রান্স জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট জোগাড় করতে পারেনি নিউজিল্যান্ড।
প্রিস্টম্যানকে নিষিদ্ধ ও ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি ফিফা শনিবার রাতে দিয়েছে কানাডা নারী ফুটবল দলকে। পাশাপাশি ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। তবে কোচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিল করেনি কানাডা।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরি চলে যায় প্রিস্টম্যানের।
আরও পড়ুন–
এক ড্রোন-কাণ্ডের কারণে প্যারিস অলিম্পিকে বেশ বিপাকে পড়েছে কানাডা নারী ফুটবল দল। কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছর নিষিদ্ধ করার পাশাপাশি দলটির ৬ পয়েন্ট কেটেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফার শাস্তির বিরুদ্ধে তাই আপিল করল কানাডা।
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) গত রাতে কানাডার আপিলের কথা নিশ্চিত করেছে। সিএএসের বিবৃতিতে জানানো হয়েছে, পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি পুরোপুরি বাতিল করা অথবা শাস্তি কমানোর কথা বলছে কানাডা। কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘দিনের শুরুতে কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা সকার ফিফার ৬ পয়েন্ট কেটে নেওয়ার বিরুদ্ধে আপিল করেছে। আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা এসব কাজে জড়িত নয়। নিউজিল্যান্ড ম্যাচে স্বচ্ছতা ধরে রাখার যে প্রসঙ্গে বলা হয়েছে, তা থেকে অনেক দূরে। অলিম্পিক গেমসের প্যারিসে ক্রীড়া আদালতের অ্যাড হক ট্রাইবুনালে আপিলের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’
আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত সিএএস বুধবার ব্রিটিশ টাইম বেলা ১১টায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সময় তা বিকাল ৪টা। এদিন রাতেই ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। যদি শাস্তি মওকুফের সুসংবাদ ম্যাচের আগে কানাডা পেয়ে যায়, তাহলে তো কথাই নেই। কারণ দলটি দুই ম্যাচ জিতলেও বর্তমানে তারা শূন্য পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার ৩ নম্বরে রয়েছে। কলম্বিয়া, ফ্রান্স দুটি দলই ৩ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে রয়েছে। শূন্য থেকে শুরু করলে কানাডাকে জিততেই হবে কলম্বিয়ার বিপক্ষে। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে কলম্বিয়াকে পেছনে ফেলবে কানাডা। পাশাপাশি কানাডার ভক্ত-সমর্থকদের প্রার্থনা করতে হবে, যাতে ফ্রান্স জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট জোগাড় করতে পারেনি নিউজিল্যান্ড।
প্রিস্টম্যানকে নিষিদ্ধ ও ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি ফিফা শনিবার রাতে দিয়েছে কানাডা নারী ফুটবল দলকে। পাশাপাশি ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। তবে কোচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিল করেনি কানাডা।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরি চলে যায় প্রিস্টম্যানের।
আরও পড়ুন–
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে