প্রিমিয়ার লিগ জয় দূরে থাক। পয়েন্ট তালিকার সেরা চারে জায়গা করে নেওয়াটাও চেলসির জন্য একপ্রকার অসম্ভব। চেলসি একেবারে ২০২৩-২৪ মৌসুমের শেষে এসে হারাল তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে।
চোটে পড়ে মৌসুমই শেষ হয়ে গেল ফার্নান্দেজের। এবারের প্রিমিয়ার লিগে চেলসি খেলেছে ৩২ ম্যাচ। ব্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না। চেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। ক্লাবটি বলেছে, ‘কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।’ কুঁচকির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন ফার্নান্দেজ। মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা। ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি। দ্য গার্ডিয়ান, সুপারস্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে আসেন ফার্নান্দেজ। ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে কেনে চেলসি। বাংলাদেশি মুদ্রায় তা ১৪৬৮ কোটি ৪৯ লাখ টাকা। চেলসির জার্সিতে ৬২ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে সবশেষ আয়োজিত হয়েছিল কোপা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।
প্রিমিয়ার লিগ জয় দূরে থাক। পয়েন্ট তালিকার সেরা চারে জায়গা করে নেওয়াটাও চেলসির জন্য একপ্রকার অসম্ভব। চেলসি একেবারে ২০২৩-২৪ মৌসুমের শেষে এসে হারাল তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে।
চোটে পড়ে মৌসুমই শেষ হয়ে গেল ফার্নান্দেজের। এবারের প্রিমিয়ার লিগে চেলসি খেলেছে ৩২ ম্যাচ। ব্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না। চেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। ক্লাবটি বলেছে, ‘কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।’ কুঁচকির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন ফার্নান্দেজ। মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা। ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি। দ্য গার্ডিয়ান, সুপারস্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে আসেন ফার্নান্দেজ। ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে কেনে চেলসি। বাংলাদেশি মুদ্রায় তা ১৪৬৮ কোটি ৪৯ লাখ টাকা। চেলসির জার্সিতে ৬২ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে সবশেষ আয়োজিত হয়েছিল কোপা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫