ক্যারিয়ারে যা অপূর্ণতা ছিল, সর্বশেষ কাতার বিশ্বকাপে তা পূর্ণ করেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সঙ্গে নিজের ষোলোকলা পূর্ণ করেছেন ফুটবল জাদুকর।
এমন পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জেতায় এগিয়ে রয়েছেন মেসি। অনেকে ধারণা করছেন, ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন তিনি। আগামী ৩০ অক্টোবর তাঁর হাতেই সেরা পুরস্কারটি উঠবে—এমন অভিমতও ফুটবল বিশেষজ্ঞদের।
অন্যরা এ নিয়ে মাথা ঘামালেও নিজে কিন্তু পুরস্কারটি নিয়ে ভাবছেন না মেসি। গতকাল লিগস কাপের ফাইনালের সংবাদ সম্মেলনে তেমনই জানালেন ৩৬ বছর বয়সী তারকা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অরের বিষয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্ততা প্রকাশ করেন মেসি। মায়ামির অধিনায়ক বলেছেন, ‘স্বীকৃতির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এটা নিয়ে আর ভাবছি না। আপনারা জানেন, দল হিসেবে ট্রফি জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
ক্যারিয়ারে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ঘরের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা এই পুরস্কারের সঙ্গে আরও অনেক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নামের পাশে খালি ছিল শুধু বিশ্বকাপ না থাকা। কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোয় ব্যালন ডি’অর নিয়ে না ভাবার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
মেসি বলেছেন, ‘সৌভাগ্যবান যে ক্যারিয়ারে এমন ট্রফি অনেক জিতেছি। শুধু বিশ্বকাপ না পাওয়ার অপূর্ণতা ছিল। তাই এখন আর এই ট্রফি নিয়ে খুব বেশি ভাবছি না। বিশ্বকাপ জয়ই গুরুত্বপূর্ণ ছিল এবং মুহূর্তগুলো উপভোগ করছি। যদি পাই ভালো।, না পেলেও সমস্যা নাই।’
ক্যারিয়ারে যা অপূর্ণতা ছিল, সর্বশেষ কাতার বিশ্বকাপে তা পূর্ণ করেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সঙ্গে নিজের ষোলোকলা পূর্ণ করেছেন ফুটবল জাদুকর।
এমন পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জেতায় এগিয়ে রয়েছেন মেসি। অনেকে ধারণা করছেন, ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন তিনি। আগামী ৩০ অক্টোবর তাঁর হাতেই সেরা পুরস্কারটি উঠবে—এমন অভিমতও ফুটবল বিশেষজ্ঞদের।
অন্যরা এ নিয়ে মাথা ঘামালেও নিজে কিন্তু পুরস্কারটি নিয়ে ভাবছেন না মেসি। গতকাল লিগস কাপের ফাইনালের সংবাদ সম্মেলনে তেমনই জানালেন ৩৬ বছর বয়সী তারকা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অরের বিষয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্ততা প্রকাশ করেন মেসি। মায়ামির অধিনায়ক বলেছেন, ‘স্বীকৃতির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এটা নিয়ে আর ভাবছি না। আপনারা জানেন, দল হিসেবে ট্রফি জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
ক্যারিয়ারে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ঘরের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা এই পুরস্কারের সঙ্গে আরও অনেক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নামের পাশে খালি ছিল শুধু বিশ্বকাপ না থাকা। কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোয় ব্যালন ডি’অর নিয়ে না ভাবার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
মেসি বলেছেন, ‘সৌভাগ্যবান যে ক্যারিয়ারে এমন ট্রফি অনেক জিতেছি। শুধু বিশ্বকাপ না পাওয়ার অপূর্ণতা ছিল। তাই এখন আর এই ট্রফি নিয়ে খুব বেশি ভাবছি না। বিশ্বকাপ জয়ই গুরুত্বপূর্ণ ছিল এবং মুহূর্তগুলো উপভোগ করছি। যদি পাই ভালো।, না পেলেও সমস্যা নাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫