নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সবাই যখন ভারতের বিপক্ষে জয় উদ্যাপনে ব্যস্ত, তখন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন যেন বিব্রতকর অবস্থায় পড়লেন। সেটা তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের কারণেই। পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন বাংলাদেশ অধিনায়ক।
কেন সেই পোস্ট সাবিনা মুছে ফেললেন? কী লিখেছিলেন তিনি? ভারতকে হারানোর পর বাংলাদেশ অধিনায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’ খেলা শেষ হওয়ার পর এই পোস্ট সাবিনার নজরে এলে তিনি দ্রুত সেটা ডিলিট করেন।
বাংলাদেশ অধিনায়ক নতুন করে আবার লেখেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার পেজ থেকে আগে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। খেলা শেষ করে টিম হোটেলে আসার আগেই স্ট্যাটাসটি দেওয়া হয়, যা আমার নজরে আসা মাত্রই ডিলিট করেছি।’
নারী সাফের সেমিফাইনালে যেতে ভারতকে জিততে না দিলেই হতো বাংলাদেশকে। সেখানে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমির টিকিট কেটেছে সাবিনার বাংলাদেশ। ১৮ মিনিটে প্রথম গোল করেন আফঈদা খন্দকার। এরপর ২৯ ও ৪২ মিনিটে জোড়া গোল করেন তহুরা খাতুন। এই ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার কৃতিত্বও কম নয়। ভারতের অনেক নিশ্চিত গোল তিনি প্রতিহত করেন।
ভারতকে উড়িয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠল বাংলাদেশ। এর আগে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। নারী সাফের শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশের জন্য টুর্নামেন্টে এটাই ছিল প্রথম ম্যাচ।
আরও পড়ুন:
নারী সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সবাই যখন ভারতের বিপক্ষে জয় উদ্যাপনে ব্যস্ত, তখন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন যেন বিব্রতকর অবস্থায় পড়লেন। সেটা তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের কারণেই। পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন বাংলাদেশ অধিনায়ক।
কেন সেই পোস্ট সাবিনা মুছে ফেললেন? কী লিখেছিলেন তিনি? ভারতকে হারানোর পর বাংলাদেশ অধিনায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’ খেলা শেষ হওয়ার পর এই পোস্ট সাবিনার নজরে এলে তিনি দ্রুত সেটা ডিলিট করেন।
বাংলাদেশ অধিনায়ক নতুন করে আবার লেখেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার পেজ থেকে আগে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। খেলা শেষ করে টিম হোটেলে আসার আগেই স্ট্যাটাসটি দেওয়া হয়, যা আমার নজরে আসা মাত্রই ডিলিট করেছি।’
নারী সাফের সেমিফাইনালে যেতে ভারতকে জিততে না দিলেই হতো বাংলাদেশকে। সেখানে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমির টিকিট কেটেছে সাবিনার বাংলাদেশ। ১৮ মিনিটে প্রথম গোল করেন আফঈদা খন্দকার। এরপর ২৯ ও ৪২ মিনিটে জোড়া গোল করেন তহুরা খাতুন। এই ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার কৃতিত্বও কম নয়। ভারতের অনেক নিশ্চিত গোল তিনি প্রতিহত করেন।
ভারতকে উড়িয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠল বাংলাদেশ। এর আগে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। নারী সাফের শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশের জন্য টুর্নামেন্টে এটাই ছিল প্রথম ম্যাচ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে