Ajker Patrika

বার্সেলোনায় ফিরবেন না মেসি, বলছেন তাঁর বাবা

বার্সেলোনায় ফিরবেন না মেসি, বলছেন তাঁর বাবা

পিএসজির সঙ্গে লিওনেল মেসির নতুন চুক্তি অনিশ্চিতের পথে গত পরশু জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যমে লেকিপ। বেশ কয়েকটি বিষয়ে মতের মিল না হওয়ায় চুক্তির সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। 

এই সংবাদ শোনার পর হয়তো খুশিই হয়েছিলেন বার্সেলোনার কর্মকর্তাসহ তাদের সমর্থকেরা। কেননা মেসিকে আবারও ফিরে পেতে কাতালান ক্লাব বেশ আগ্রহী। তবে সেই খুশি দ্রুতই ফিকে হয়ে গেছে তাদের। গতকাল হোর্হে মেসি জানিয়েছেন, বার্সার হয়ে দ্বিতীয়বার খেলার সুযোগ নেই মেসির। 

স্প্যানিশ ক্রীড়া মাধ্যম স্পোর্টকে এমনটি জানিয়েছেন সিনিয়র মেসি। তিনি বলেছেন, ‘মনে করি না বার্সার হয়ে লিও আবারও খেলবে। ফেরার মতো অবস্থায় নেই। লার্পোতার (বার্সার সভাপতি হুয়ান লার্পোতা) সঙ্গে আমরা কথা বলিনি এবং কোনো প্রস্তাবও পাইনি।’ 

তবে মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে এখনই হাল ছেড়ে দিচ্ছে না পিএসজি। নতুন করে তারা আবারও বসবে বলে জানা গেছে। দ্বিতীয় আলোচনাতেও যদি সমাধান না আসে তাহলে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। আর্জেন্টাইন অধিনায়ককে দলে ভেড়ানোর ইচ্ছা প্রকাশ্যেই জানিয়েছেন দলের মালিক ও ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড বেকহাম। তা ছাড়া মেসির পরিবারও মার্কিন যুক্তরাষ্ট্রের শহর ফ্লোরিডায় বসবাস করতে চায় বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত