ম্যাচ শেষে রোমেলু লুকাকু-কেভিন ডি ব্রুইনের হতাশ অভিব্যক্তিই বলে দিচ্ছিল সবকিছু। আরেকটু স্পষ্ট হলো গ্যালারিতে চোখ পড়তেই। বেলজিয়াম সমর্থকেরা অঝোরে কাঁদছিলেন। এবারও যে হলো না! দুরন্ত ইতালির কাছে ২-১ গোলে হেরে একটু আগে সমাধি হয়ে গেল বেলজিয়ামের সোনালি প্রজন্মের স্বপ্নের।
বেলজিয়ামের হতাশ দৃশ্যের বিপরীতে চলছে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ইতালির বিজয়োল্লাস। ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারা দলটিই এখন ইউরোর সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ একই রাতের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে হারানো স্পেন।
মিউনিখে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ফুটবল উপহার দেয় দুই দল। আক্রমণ–প্রতি আক্রমণের ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। প্রথম মিনিট থেকেই দুই দলের চোখ ছিল গোলে। তবে ১৩ মিনিটে ফ্রিকিক থেকে ইতালিকে এগিয়ে দেন লিওনার্দো বোনুচ্চি। কিন্তু ভিএআরের সহায়তায় অফসাইডে বাতিল হয় সেই গোল। এরপর আক্রমণের ধারায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। পরপর কয়েকটি সুযোগ তৈরি করে ঠিকই গোল আদায় করে নেয় আজ্জুরিরা। ৩১ মিনিটে ইতালিকে এগিয়ে দেন নিকোলো বারেল্লা। ডি-বক্সের ভেতরে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁদ এড়িয়ে লক্ষভেদ করেন বারেল্লা।
এগিয়ে গিয়ে বেলজিয়ামের ওপর চাপ আরও বাড়িয়ে দেয় রবার্তো মানচিনির দল। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন লরেঞ্জো ইনসিনিয়া। লেগে থেকে মার্কারকে এড়িয়ে দারুণ এক বাঁকানো শটে দ্বিতীয় গোল আদায় করে নেন ইনসিগনে৷ শরীর ভাসিয়ে দিয়েও বলের নাগাল পাননি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
২ গোলের লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালি। একটু পরেই ডি-বক্সের ভেতরে জেরেমি ডোকোকে ফাউল করে বেলজিয়ামকে পেনাল্টি উপহার দেন ডি লরেঞ্জো। পেনাল্টি গোলে ব্যবধান কমান রোমেলু লুকাকু।
বিরতির পর আক্রমণে যায় দুই দলই। এই সময়ও ইতালি এগিয়ে ছিল প্রেসিংয়ে। একাধিক সুযোগ তৈরি করেও অবশ্য হতাশ হতে হয়েছে ইতালিকে৷ এ সময় ইতালির চাপে কিছুটা প্রতি আক্রমণনির্ভর ফুটবল খেলে বেলজিয়াম। তেমনই এক আক্রমণে সমতাসূচক গোলটি প্রায় পেয়েই গিয়েছিল বেলজিয়াম। তবে লুকাকুর শট ইতালিয়ান খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে গেলে হতাশ হতে হয় বেলজিয়ামকে। বেলজিয়ামের এই বিপজ্জনক আক্রমণগুলো অবশ্য লক্ষ্যচ্যুত করতে পারেনি ইতালিকে ৷ বলের দখল রেখে একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিট সুযোগ হাতছাড়া করে ইতালি।
সুযোগ আসে বেলজিয়ামেরও। সেটিও আলোর মুখ দেখেনি। এর মাঝে চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ইতালির উইং ব্যাক লিওনার্দো স্পিনাৎসোলা। নির্ধারিত সময়ের শেষ দিকে গিয়ে খেলার গতি কমিয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে ইতালি। এই সুযোগে আক্রমণের ধার বাড়ায় বেলজিয়াম। তবে কোনো আক্রমণই ইতালির জমাট রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল না।
আরও একবার হতাশ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বেলজিয়ামকে। এর মধ্য দিয়ে হয়তো শূন্য হাতেই শেষ হলো তাদের সোনালি প্রজন্মের যাত্রাও।
ম্যাচ শেষে রোমেলু লুকাকু-কেভিন ডি ব্রুইনের হতাশ অভিব্যক্তিই বলে দিচ্ছিল সবকিছু। আরেকটু স্পষ্ট হলো গ্যালারিতে চোখ পড়তেই। বেলজিয়াম সমর্থকেরা অঝোরে কাঁদছিলেন। এবারও যে হলো না! দুরন্ত ইতালির কাছে ২-১ গোলে হেরে একটু আগে সমাধি হয়ে গেল বেলজিয়ামের সোনালি প্রজন্মের স্বপ্নের।
বেলজিয়ামের হতাশ দৃশ্যের বিপরীতে চলছে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ইতালির বিজয়োল্লাস। ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারা দলটিই এখন ইউরোর সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ একই রাতের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে হারানো স্পেন।
মিউনিখে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ফুটবল উপহার দেয় দুই দল। আক্রমণ–প্রতি আক্রমণের ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। প্রথম মিনিট থেকেই দুই দলের চোখ ছিল গোলে। তবে ১৩ মিনিটে ফ্রিকিক থেকে ইতালিকে এগিয়ে দেন লিওনার্দো বোনুচ্চি। কিন্তু ভিএআরের সহায়তায় অফসাইডে বাতিল হয় সেই গোল। এরপর আক্রমণের ধারায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। পরপর কয়েকটি সুযোগ তৈরি করে ঠিকই গোল আদায় করে নেয় আজ্জুরিরা। ৩১ মিনিটে ইতালিকে এগিয়ে দেন নিকোলো বারেল্লা। ডি-বক্সের ভেতরে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁদ এড়িয়ে লক্ষভেদ করেন বারেল্লা।
এগিয়ে গিয়ে বেলজিয়ামের ওপর চাপ আরও বাড়িয়ে দেয় রবার্তো মানচিনির দল। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন লরেঞ্জো ইনসিনিয়া। লেগে থেকে মার্কারকে এড়িয়ে দারুণ এক বাঁকানো শটে দ্বিতীয় গোল আদায় করে নেন ইনসিগনে৷ শরীর ভাসিয়ে দিয়েও বলের নাগাল পাননি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
২ গোলের লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালি। একটু পরেই ডি-বক্সের ভেতরে জেরেমি ডোকোকে ফাউল করে বেলজিয়ামকে পেনাল্টি উপহার দেন ডি লরেঞ্জো। পেনাল্টি গোলে ব্যবধান কমান রোমেলু লুকাকু।
বিরতির পর আক্রমণে যায় দুই দলই। এই সময়ও ইতালি এগিয়ে ছিল প্রেসিংয়ে। একাধিক সুযোগ তৈরি করেও অবশ্য হতাশ হতে হয়েছে ইতালিকে৷ এ সময় ইতালির চাপে কিছুটা প্রতি আক্রমণনির্ভর ফুটবল খেলে বেলজিয়াম। তেমনই এক আক্রমণে সমতাসূচক গোলটি প্রায় পেয়েই গিয়েছিল বেলজিয়াম। তবে লুকাকুর শট ইতালিয়ান খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে গেলে হতাশ হতে হয় বেলজিয়ামকে। বেলজিয়ামের এই বিপজ্জনক আক্রমণগুলো অবশ্য লক্ষ্যচ্যুত করতে পারেনি ইতালিকে ৷ বলের দখল রেখে একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিট সুযোগ হাতছাড়া করে ইতালি।
সুযোগ আসে বেলজিয়ামেরও। সেটিও আলোর মুখ দেখেনি। এর মাঝে চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ইতালির উইং ব্যাক লিওনার্দো স্পিনাৎসোলা। নির্ধারিত সময়ের শেষ দিকে গিয়ে খেলার গতি কমিয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে ইতালি। এই সুযোগে আক্রমণের ধার বাড়ায় বেলজিয়াম। তবে কোনো আক্রমণই ইতালির জমাট রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল না।
আরও একবার হতাশ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বেলজিয়ামকে। এর মধ্য দিয়ে হয়তো শূন্য হাতেই শেষ হলো তাদের সোনালি প্রজন্মের যাত্রাও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে