বিশ্বকাপে খেলার পারফরম্যান্সে এমিলিয়ানো মার্তিনেজ যতটা না আলোচনায় এসেছেন তার চেয়ে বেশি আলোচিত-সমালোচিত হয়েছেন নিজের কর্মকাণ্ডে। তৃতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা, অশ্লীল অঙ্গভঙ্গি, পুতুল বিতর্ক ইত্যাদি কাণ্ডে বেশ সমালোচিত হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
এসব কাণ্ডে মার্তিনেজের খেলোয়াড়ি মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক সাবেক ফুটবলার। এ ছাড়া তাঁর দৃষ্টিকটু উদ্যাপনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশকে (এএফএ) চিঠিও পাঠিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রীও।
তবে যাকে নিয়ে মার্তিনেজ এত কাণ্ড ঘটিয়েছেন সেই এমবাপ্পে এত দিন নিশ্চুপ ছিলেন। অবশেষে গতকাল স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর মুখ খুলেছেন তিনি। উদ্যাপন নিয়ে কথা বললেও কোনো অভিযোগ নেই ফরাসি স্ট্রাইকারের।
মার্তিনেজের উদ্যাপনের বিষয়ে কোনো সময় নষ্ট করতে চান না এমবাপ্পে। পিএসজি তারকা বলেছেন, ‘উদ্যাপনে আমার কোনো সমস্যা নেই। এসব নিরর্থক বিষয়ে আমার শক্তি নষ্ট করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্লাবের জন্য সেরাটা দেওয়া।’
ফাইনাল শেষে মেসিকে অভিনন্দন জানিয়েছেন এমবাপ্পে। এখন খুদে জাদুকরের পিএসজিতে ফেরার অপেক্ষায় আছেন ফরাসি তারকা। জুটি বেঁধে আরও ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এমবাপ্পে বলেছেন, ‘খেলার পরে মেসির সঙ্গে একটু সময়ের জন্য কথা বলেছিলাম। এ সময় তাকে অভিনন্দন জানিয়েছিলাম। কারণ বিশ্বকাপ জয়ের জন্য সে ক্যারিয়ারজুড়ে চেষ্টা করছিল। আমার জন্য একই ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আপনাকে সব সময় একজন ভালো ক্রীড়াবিদ হতে হবে। আমরা লিওর জন্য অপেক্ষায় আছি। সে আসলে জুটি হয়ে আবার ম্যাচ জিতব এবং গোল করব।’
বিশ্বকাপে খেলার পারফরম্যান্সে এমিলিয়ানো মার্তিনেজ যতটা না আলোচনায় এসেছেন তার চেয়ে বেশি আলোচিত-সমালোচিত হয়েছেন নিজের কর্মকাণ্ডে। তৃতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা, অশ্লীল অঙ্গভঙ্গি, পুতুল বিতর্ক ইত্যাদি কাণ্ডে বেশ সমালোচিত হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
এসব কাণ্ডে মার্তিনেজের খেলোয়াড়ি মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক সাবেক ফুটবলার। এ ছাড়া তাঁর দৃষ্টিকটু উদ্যাপনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশকে (এএফএ) চিঠিও পাঠিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রীও।
তবে যাকে নিয়ে মার্তিনেজ এত কাণ্ড ঘটিয়েছেন সেই এমবাপ্পে এত দিন নিশ্চুপ ছিলেন। অবশেষে গতকাল স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর মুখ খুলেছেন তিনি। উদ্যাপন নিয়ে কথা বললেও কোনো অভিযোগ নেই ফরাসি স্ট্রাইকারের।
মার্তিনেজের উদ্যাপনের বিষয়ে কোনো সময় নষ্ট করতে চান না এমবাপ্পে। পিএসজি তারকা বলেছেন, ‘উদ্যাপনে আমার কোনো সমস্যা নেই। এসব নিরর্থক বিষয়ে আমার শক্তি নষ্ট করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্লাবের জন্য সেরাটা দেওয়া।’
ফাইনাল শেষে মেসিকে অভিনন্দন জানিয়েছেন এমবাপ্পে। এখন খুদে জাদুকরের পিএসজিতে ফেরার অপেক্ষায় আছেন ফরাসি তারকা। জুটি বেঁধে আরও ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এমবাপ্পে বলেছেন, ‘খেলার পরে মেসির সঙ্গে একটু সময়ের জন্য কথা বলেছিলাম। এ সময় তাকে অভিনন্দন জানিয়েছিলাম। কারণ বিশ্বকাপ জয়ের জন্য সে ক্যারিয়ারজুড়ে চেষ্টা করছিল। আমার জন্য একই ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আপনাকে সব সময় একজন ভালো ক্রীড়াবিদ হতে হবে। আমরা লিওর জন্য অপেক্ষায় আছি। সে আসলে জুটি হয়ে আবার ম্যাচ জিতব এবং গোল করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫