নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ফুটবলে গতকাল সবচেয়ে আলোচনায় ছিল হামজা চৌধুরীর আগমন। তাঁকে নিয়েই আগ্রহের মাত্রা ছিল তীব্র। এর মাঝেই সৌদি আরব ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে জাতীয় দল। তবে ফেরেননি ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি।
প্রাথমিক দলে ফাহামিদুলের থাকাটাই বেশ চমক জাগানিয়া ছিল। ফুটেজ দেখে কোচ হাভিয়ের কাবরেরাই বাছাই করেছিলেন তাঁকে। ১৮ বছর বয়সী এই ফুটবলার সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন গত ১১ ফেব্রুয়ারি। এক সপ্তাহের অনুশীলনে তাঁকে নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কাবরেরা। তাই ইতালি চলে যাওয়া ফাহামিদুল জায়গা পাচ্ছেন না ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।
ফাহামিদুলের ঢাকায় না আসা প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আসলে অল্প সময়ের প্রস্তুতিতে ফাহিদুলকে ম্যাচ খেলানোর আস্থা পাননি কোচ। তাঁকে একটি প্রস্তুতি ম্যাচে লেফট উইংয়ে খেলানো হয়েছে। তা ছাড়া রাইট উইংয়ে খেলেছেন। কিন্তু সব মিলিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ।’
হামজার আগমন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তাই প্রবাসী ফুটবলারদের প্রতি ঝোঁকও বাড়তে থাকে। ফাহামিদুল সেখানে নতুন সংযোজন ছিলেন।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে কাবরেরার দল।
দেশের ফুটবলে গতকাল সবচেয়ে আলোচনায় ছিল হামজা চৌধুরীর আগমন। তাঁকে নিয়েই আগ্রহের মাত্রা ছিল তীব্র। এর মাঝেই সৌদি আরব ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে জাতীয় দল। তবে ফেরেননি ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি।
প্রাথমিক দলে ফাহামিদুলের থাকাটাই বেশ চমক জাগানিয়া ছিল। ফুটেজ দেখে কোচ হাভিয়ের কাবরেরাই বাছাই করেছিলেন তাঁকে। ১৮ বছর বয়সী এই ফুটবলার সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন গত ১১ ফেব্রুয়ারি। এক সপ্তাহের অনুশীলনে তাঁকে নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কাবরেরা। তাই ইতালি চলে যাওয়া ফাহামিদুল জায়গা পাচ্ছেন না ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।
ফাহামিদুলের ঢাকায় না আসা প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আসলে অল্প সময়ের প্রস্তুতিতে ফাহিদুলকে ম্যাচ খেলানোর আস্থা পাননি কোচ। তাঁকে একটি প্রস্তুতি ম্যাচে লেফট উইংয়ে খেলানো হয়েছে। তা ছাড়া রাইট উইংয়ে খেলেছেন। কিন্তু সব মিলিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ।’
হামজার আগমন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তাই প্রবাসী ফুটবলারদের প্রতি ঝোঁকও বাড়তে থাকে। ফাহামিদুল সেখানে নতুন সংযোজন ছিলেন।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে কাবরেরার দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে