লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া। দুটো দলই আজ বিশ্বকাপ মিশন শুরু করবে। আর এই ম্যাচের আগে ড্রোন দিয়ে নজরদারির বিষয়টি চাউর হয়ে যায়। তবে এই ব্যাপারটি হেসে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার কোচ ড্রাগান স্টোজকোভিচ।
ব্রাজিল ড্রোন দিয়ে নাকি সার্বিয়ার অনুশীলন নজরদারি করছে-এই গুঞ্জন আচমকা ডালপালা মেলে। স্টোজকোভিচের মতে, এটা মিথ্যা কথা। ড্রোন দিয়ে তাদের (সার্বিয়া) অনুশীলনের ব্যাপারে কিছু জানা যাবে না বলে তিনি জানিয়েছেন। সার্বিয়ার কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি না যে তারা (ব্রাজিল) আমাদের ওপর নজরদাড়ি করছে। কেন তারা আমাদের ওপর নজরদারি করবে? এটা ভুয়া কথা। যদি তারা ড্রোন পাঠিয়েও থাকে, আমার মনে হয় না তারা কিছু পাবে।’
এবছরে ব্রাজিল এখনো পর্যন্ত খেলেছে ৮ ম্যাচ এবং ৮ টিতেই অপরাজিত। জিতেছে ৭ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সার্বিয়া অপরাজিত না থাকলেও তারা দারুণ খেলছে। ৯ ম্যাচ খেলে সার্বিয়া জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। স্টোজকোভিচ মনে করেন, দুই দলের লড়াইটা বেশ দারুণ হবে। সার্বিয়ার কোচ বলেন ‘ব্রাজিল আমার দেখা অন্যতম সেরা দল। তাদের সোনালি প্রজন্মের অনেক খেলোয়াড় আছে। তবে আমরা ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারি। দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ব্রাজিল, সার্বিয়া-দুই দলেরই পরের ম্যাচ দুটো সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর খেলবে ব্রাজিল। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ২৮ নভেম্বর সার্বিয়া খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আর ২ ডিসেম্বর সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া। দুটো দলই আজ বিশ্বকাপ মিশন শুরু করবে। আর এই ম্যাচের আগে ড্রোন দিয়ে নজরদারির বিষয়টি চাউর হয়ে যায়। তবে এই ব্যাপারটি হেসে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার কোচ ড্রাগান স্টোজকোভিচ।
ব্রাজিল ড্রোন দিয়ে নাকি সার্বিয়ার অনুশীলন নজরদারি করছে-এই গুঞ্জন আচমকা ডালপালা মেলে। স্টোজকোভিচের মতে, এটা মিথ্যা কথা। ড্রোন দিয়ে তাদের (সার্বিয়া) অনুশীলনের ব্যাপারে কিছু জানা যাবে না বলে তিনি জানিয়েছেন। সার্বিয়ার কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি না যে তারা (ব্রাজিল) আমাদের ওপর নজরদাড়ি করছে। কেন তারা আমাদের ওপর নজরদারি করবে? এটা ভুয়া কথা। যদি তারা ড্রোন পাঠিয়েও থাকে, আমার মনে হয় না তারা কিছু পাবে।’
এবছরে ব্রাজিল এখনো পর্যন্ত খেলেছে ৮ ম্যাচ এবং ৮ টিতেই অপরাজিত। জিতেছে ৭ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সার্বিয়া অপরাজিত না থাকলেও তারা দারুণ খেলছে। ৯ ম্যাচ খেলে সার্বিয়া জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। স্টোজকোভিচ মনে করেন, দুই দলের লড়াইটা বেশ দারুণ হবে। সার্বিয়ার কোচ বলেন ‘ব্রাজিল আমার দেখা অন্যতম সেরা দল। তাদের সোনালি প্রজন্মের অনেক খেলোয়াড় আছে। তবে আমরা ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারি। দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ব্রাজিল, সার্বিয়া-দুই দলেরই পরের ম্যাচ দুটো সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর খেলবে ব্রাজিল। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ২৮ নভেম্বর সার্বিয়া খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আর ২ ডিসেম্বর সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫