ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের ম্যাচের মতোই গতকাল চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচ ড্র হয়েছে। এমিরেটসে গতকাল ২-২ ব্যবধানে মাঠ ছেড়েছে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ। তবে সমতাটা কোনো দলই মেনে নিতে পারছে না।
আর্সেনাল-বায়ার্ন দুটি দলই ম্যাচ শেষে জানিয়েছে, রেফারি তাদের প্রাপ্য পেনাল্টি দেয়নি, যার ফলে ম্যাচ সমতায় শেষ হয়েছে। সুইডিশ রেফারি গ্লেন নির্বার্গের ওপর বেশি চটেছেন টমাস টুখেল। বায়ার্ন কোচের মতে, রেফারি এমন ‘শিশুতোষ’ ব্যাখ্যা কীভাবে দিতে পারেন?
ম্যাচ শেষে ক্ষুব্ধ টুখেল বলেছেন, ‘আমি মনে করি অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। একটি পেনাল্টি না দিয়ে রেফারি অনেক বড় ভুল করেছেন। জানি, ঘটনাটি অদ্ভুত ছিল। ওরা বল রাখার পর রেফারি বাঁশি বাজালেন। নিয়ম অনুযায়ী গ্যাব্রিয়েলকে বলও পাস দিলেন গোলরক্ষক। কিন্তু এরপর কীভাবে গ্যাব্রিয়েল হাত দিয়ে বল ধরতে পারেন!’
রেফারি কেন পেনাল্টি দেননি তার ব্যাখ্যা জানিয়েছেন টুখেল। বায়ার্ন কোচ বলেছেন, ‘রেফারি মাঠে যা ব্যাখ্যা দিয়েছেন তা শুনে আমার মেজাজ খারাপ হয়েছে। তিনি আমাদের খেলোয়াড়দের জানিয়েছেন, এটা ‘শিশুতোষ’ এক ভুল। শেষ আটের মতো ম্যাচে পেনাল্টি দিতে পারেন না। এটা মারাত্মক এক ব্যাখ্যা। হ্যান্ডবলের ব্যাখ্যায় শিশুতোষ কিংবা বড়দের ভুল কোনো কারণ হতে পারে না। রাগান্বিত হওয়ার কারণ আমাদের বিপক্ষে অনেক বড় সিদ্ধান্ত গেছে।’
ঘটনাটি ঘটে ম্যাচের ৬৬ মিনিটে। আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া গোল কিক নিলে সেটা হাত দিয়ে ধরেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস। নিয়ম অনুযায়ী যা হ্যান্ডবল। এতে বায়ার্নকে স্পটকিক দেওয়া উচিত ছিল রেফারির। রেফারির এত বড় ভুল তাই টুখেলের মতো মেনে নিতে পারছেন না ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রিও ফার্ডিনান্ড। বর্তমানে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে করা ফার্ডিনান্ড বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল। এটা কীভাবে পারলেন তিনি। নিশ্চিত সাকারটা পেনাল্টি ছিল। তবে তার চেয়েও বেশি নিশ্চিত ওটা (গ্যাব্রিয়েলের হ্যান্ডবল) পেনাল্টি ছিল। এটা অবিশ্বাস্য। পেনাল্টি না দিয়ে আপনি কীভাবে বাঁশি বাজাতে পারেন?’
আর্সেনালের পেনাল্টি না পাওয়ার অভিযোগের ঘটনাটি হচ্ছে ম্যাচের যোগ করা সময়ে। নিজেদের বক্সে আর্সেনালের বুকায়ো সাকাকে ফেলে ডান পা দিয়ে ফেলে দেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নায়ার। কিন্তু পেনাল্টির বাঁশি না বাজিয়ে রেফারি বিষয়টি এড়িয়ে যান। সেই ঘটনা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। আর্সেনালকে সমতায় ফেরানো নায়ক বলেছেন, ‘আমার কাছে ওটা পেনাল্টি ছিল। পরিষ্কার ফাউল ছিল।’
গতকাল এমিরেটসে ২-২ সমতার ম্যাচে আর্সেনালের গোল দুটি করেন সাকা এবং ট্রোসার্ড। আর বায়ার্নের হয়ে করেন আর্সেনালের সাবেক ফরোয়ার্ড সার্জি নাব্রি এবং পেনাল্টিতে একটা সময় দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন হ্যারি কেইন।
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের ম্যাচের মতোই গতকাল চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচ ড্র হয়েছে। এমিরেটসে গতকাল ২-২ ব্যবধানে মাঠ ছেড়েছে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ। তবে সমতাটা কোনো দলই মেনে নিতে পারছে না।
আর্সেনাল-বায়ার্ন দুটি দলই ম্যাচ শেষে জানিয়েছে, রেফারি তাদের প্রাপ্য পেনাল্টি দেয়নি, যার ফলে ম্যাচ সমতায় শেষ হয়েছে। সুইডিশ রেফারি গ্লেন নির্বার্গের ওপর বেশি চটেছেন টমাস টুখেল। বায়ার্ন কোচের মতে, রেফারি এমন ‘শিশুতোষ’ ব্যাখ্যা কীভাবে দিতে পারেন?
ম্যাচ শেষে ক্ষুব্ধ টুখেল বলেছেন, ‘আমি মনে করি অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। একটি পেনাল্টি না দিয়ে রেফারি অনেক বড় ভুল করেছেন। জানি, ঘটনাটি অদ্ভুত ছিল। ওরা বল রাখার পর রেফারি বাঁশি বাজালেন। নিয়ম অনুযায়ী গ্যাব্রিয়েলকে বলও পাস দিলেন গোলরক্ষক। কিন্তু এরপর কীভাবে গ্যাব্রিয়েল হাত দিয়ে বল ধরতে পারেন!’
রেফারি কেন পেনাল্টি দেননি তার ব্যাখ্যা জানিয়েছেন টুখেল। বায়ার্ন কোচ বলেছেন, ‘রেফারি মাঠে যা ব্যাখ্যা দিয়েছেন তা শুনে আমার মেজাজ খারাপ হয়েছে। তিনি আমাদের খেলোয়াড়দের জানিয়েছেন, এটা ‘শিশুতোষ’ এক ভুল। শেষ আটের মতো ম্যাচে পেনাল্টি দিতে পারেন না। এটা মারাত্মক এক ব্যাখ্যা। হ্যান্ডবলের ব্যাখ্যায় শিশুতোষ কিংবা বড়দের ভুল কোনো কারণ হতে পারে না। রাগান্বিত হওয়ার কারণ আমাদের বিপক্ষে অনেক বড় সিদ্ধান্ত গেছে।’
ঘটনাটি ঘটে ম্যাচের ৬৬ মিনিটে। আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া গোল কিক নিলে সেটা হাত দিয়ে ধরেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস। নিয়ম অনুযায়ী যা হ্যান্ডবল। এতে বায়ার্নকে স্পটকিক দেওয়া উচিত ছিল রেফারির। রেফারির এত বড় ভুল তাই টুখেলের মতো মেনে নিতে পারছেন না ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রিও ফার্ডিনান্ড। বর্তমানে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে করা ফার্ডিনান্ড বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল। এটা কীভাবে পারলেন তিনি। নিশ্চিত সাকারটা পেনাল্টি ছিল। তবে তার চেয়েও বেশি নিশ্চিত ওটা (গ্যাব্রিয়েলের হ্যান্ডবল) পেনাল্টি ছিল। এটা অবিশ্বাস্য। পেনাল্টি না দিয়ে আপনি কীভাবে বাঁশি বাজাতে পারেন?’
আর্সেনালের পেনাল্টি না পাওয়ার অভিযোগের ঘটনাটি হচ্ছে ম্যাচের যোগ করা সময়ে। নিজেদের বক্সে আর্সেনালের বুকায়ো সাকাকে ফেলে ডান পা দিয়ে ফেলে দেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নায়ার। কিন্তু পেনাল্টির বাঁশি না বাজিয়ে রেফারি বিষয়টি এড়িয়ে যান। সেই ঘটনা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। আর্সেনালকে সমতায় ফেরানো নায়ক বলেছেন, ‘আমার কাছে ওটা পেনাল্টি ছিল। পরিষ্কার ফাউল ছিল।’
গতকাল এমিরেটসে ২-২ সমতার ম্যাচে আর্সেনালের গোল দুটি করেন সাকা এবং ট্রোসার্ড। আর বায়ার্নের হয়ে করেন আর্সেনালের সাবেক ফরোয়ার্ড সার্জি নাব্রি এবং পেনাল্টিতে একটা সময় দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন হ্যারি কেইন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে