মাত্র কদিন আগেই ইউরো জিতেছে ইংল্যান্ড। শিরোপা জয়ের সেই উৎসবের রেশ এখনো শেষ হয়নি। এর মধ্যেই অবশ্য নিজের কফি শপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ইংলিশ ফুটবলার জিল স্কট। বিশ্বকাপ জয়ের আনন্দকে নিজের কফি শপেও ছড়িয়ে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন স্কট। ফাইনালে অতিরিক্ত সময়ের আগ মুহূর্তে মাঠে নামেন তিনি। ম্যাচ শেষে আবেগে উচ্ছ্বসিত স্কট বিবিসিকে বলেন, ‘আমরা এটা পেয়েছি। আমরা জিতেছি। তরুণ খেলোয়াড়েরা দারুণ খেলেছে। তারা যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলেছে।’
উদ্যাপন নিয়ে স্কট আরও বলেছেন, ‘উদ্যাপনটা অনেক বড় হবে। আমার মনে হয় না, এই সপ্তাহে আমি ঘুমাতে পারব।’ এই উত্তেজনা পেছনে ফেলে এখন অবশ্য নিয়মিত কাজে ব্যস্ত হয়েছেন স্কট। ফিরেছেন নিজের প্রিয় কফি শপে। ‘বক্সটুবক্স’ নামের এই কফি শপ নিয়েই এখন ব্যস্ত আছেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় স্কট লিখেছেন, ‘বাস্তবতায় ফিরে এসেছি এবং এটা আমি ভালোবাসি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন।’
কফি শপে নিজের সঙ্গে ইউরো জয়ের স্মারক মেডেলটিও সঙ্গে রেখেছেন স্কট। ভক্ত-সমর্থকেরাও তাঁর সঙ্গে দেখা করতে দোকানে এসেছেন। অনেকের সঙ্গে হাসিমুখে তিনি ছবিও তুলেছেন।
মাত্র কদিন আগেই ইউরো জিতেছে ইংল্যান্ড। শিরোপা জয়ের সেই উৎসবের রেশ এখনো শেষ হয়নি। এর মধ্যেই অবশ্য নিজের কফি শপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ইংলিশ ফুটবলার জিল স্কট। বিশ্বকাপ জয়ের আনন্দকে নিজের কফি শপেও ছড়িয়ে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন স্কট। ফাইনালে অতিরিক্ত সময়ের আগ মুহূর্তে মাঠে নামেন তিনি। ম্যাচ শেষে আবেগে উচ্ছ্বসিত স্কট বিবিসিকে বলেন, ‘আমরা এটা পেয়েছি। আমরা জিতেছি। তরুণ খেলোয়াড়েরা দারুণ খেলেছে। তারা যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলেছে।’
উদ্যাপন নিয়ে স্কট আরও বলেছেন, ‘উদ্যাপনটা অনেক বড় হবে। আমার মনে হয় না, এই সপ্তাহে আমি ঘুমাতে পারব।’ এই উত্তেজনা পেছনে ফেলে এখন অবশ্য নিয়মিত কাজে ব্যস্ত হয়েছেন স্কট। ফিরেছেন নিজের প্রিয় কফি শপে। ‘বক্সটুবক্স’ নামের এই কফি শপ নিয়েই এখন ব্যস্ত আছেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় স্কট লিখেছেন, ‘বাস্তবতায় ফিরে এসেছি এবং এটা আমি ভালোবাসি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন।’
কফি শপে নিজের সঙ্গে ইউরো জয়ের স্মারক মেডেলটিও সঙ্গে রেখেছেন স্কট। ভক্ত-সমর্থকেরাও তাঁর সঙ্গে দেখা করতে দোকানে এসেছেন। অনেকের সঙ্গে হাসিমুখে তিনি ছবিও তুলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫