ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে গুঞ্জন চলছে নিয়মিতই। এবার ব্রাজিলের কোচের ব্যাপারে একরকম বোমা ফাটালেন কার্লোস আলবার্তো। সাবেক এই ফুটবলার জানিয়েছেন, ব্রাজিলের সম্ভাব্য কোচ হচ্ছেন হোসে মরিনহো।
২০২২-এর ৯ ডিসেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিশ্বকাপযাত্রা থেমে যায় শেষ আটেই। বিশ্বকাপ ব্যর্থতায় কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিতে। এরপর থেকে কোচের সন্ধানে হন্যে হয়ে খুঁজছে ব্রাজিল ফুটবল। কার্লোস আনচেলত্তি, জিনেদিন জিদানের পর এবার সম্ভাব্য কোচের তালিকায় যুক্ত হলেন মরিনহো। মরিনহোর কোচ হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে আলবার্তো বলেন, ‘আমি একটা বিস্ফোরক তথ্য দিতে যাচ্ছি। সম্ভবত মরিনহোই হচ্ছেন ব্রাজিলের কোচ। তথ্যটা কোথা থেকে এসেছে সেটা বড় কথা নয়। আমি আপনাদের তথ্যটা জানিয়ে দিচ্ছি। কারণ তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত কোচিং করাননি মরিনহো। তবে ক্লাব ফুটবলে অনেক দিন বিভিন্ন ক্লাবে কোচিং করাচ্ছেন। এখন পর্যন্ত ১০৭৩ ম্যাচ কোচিং করিয়েছেন বিভিন্ন দলে। ৬৭৬ ম্যাচ জয়ের পাশাপাশি ২১৫ ম্যাচ ড্র এবং ১৮২ ম্যাচে হেরেছেন তিনি। তাঁর অধীনে ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। চেলসি প্রিমিয়ার লিগ জিতেছিল তিনবার এবং রিয়াল মাদ্রিদ লা-লিগা জিতেছিল একবার। ২০২১ এর জুলাই থেকে এএস রোমার কোচের দায়িত্ব পালন করছেন মরিনহো।
ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে গুঞ্জন চলছে নিয়মিতই। এবার ব্রাজিলের কোচের ব্যাপারে একরকম বোমা ফাটালেন কার্লোস আলবার্তো। সাবেক এই ফুটবলার জানিয়েছেন, ব্রাজিলের সম্ভাব্য কোচ হচ্ছেন হোসে মরিনহো।
২০২২-এর ৯ ডিসেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিশ্বকাপযাত্রা থেমে যায় শেষ আটেই। বিশ্বকাপ ব্যর্থতায় কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিতে। এরপর থেকে কোচের সন্ধানে হন্যে হয়ে খুঁজছে ব্রাজিল ফুটবল। কার্লোস আনচেলত্তি, জিনেদিন জিদানের পর এবার সম্ভাব্য কোচের তালিকায় যুক্ত হলেন মরিনহো। মরিনহোর কোচ হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে আলবার্তো বলেন, ‘আমি একটা বিস্ফোরক তথ্য দিতে যাচ্ছি। সম্ভবত মরিনহোই হচ্ছেন ব্রাজিলের কোচ। তথ্যটা কোথা থেকে এসেছে সেটা বড় কথা নয়। আমি আপনাদের তথ্যটা জানিয়ে দিচ্ছি। কারণ তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত কোচিং করাননি মরিনহো। তবে ক্লাব ফুটবলে অনেক দিন বিভিন্ন ক্লাবে কোচিং করাচ্ছেন। এখন পর্যন্ত ১০৭৩ ম্যাচ কোচিং করিয়েছেন বিভিন্ন দলে। ৬৭৬ ম্যাচ জয়ের পাশাপাশি ২১৫ ম্যাচ ড্র এবং ১৮২ ম্যাচে হেরেছেন তিনি। তাঁর অধীনে ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। চেলসি প্রিমিয়ার লিগ জিতেছিল তিনবার এবং রিয়াল মাদ্রিদ লা-লিগা জিতেছিল একবার। ২০২১ এর জুলাই থেকে এএস রোমার কোচের দায়িত্ব পালন করছেন মরিনহো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫