আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্যাপন করলেন।
লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্যাপনের নাম টোপো গিগিও উদ্যাপন।
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল।
ফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্যাপন করলেন।
লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্যাপনের নাম টোপো গিগিও উদ্যাপন।
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল।
ফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫