Ajker Patrika

মেসির জন্য মাথা ন্যাড়া করলেন সৌদি সেলিব্রেটি

আপডেট : ১০ জুন ২০২৩, ০৯: ৪০
মেসির জন্য মাথা ন্যাড়া করলেন সৌদি সেলিব্রেটি

মেসিকে নিয়ে বাজি ধরেছিলেন সৌদি আরবের ইন্টারনেট সেলিব্রেটি আবু মাশেল। স্ন্যাপচ্যাটে বিপুল জনপ্রিয় তিনি। 

শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-হিলাল ক্লাবে মেসির যোগদানের পক্ষে বাজি ধরেছিলেন মাশেল। কিন্তু শেষ পর্যন্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একটি মার্কিন ক্লাবে যোগ দেওয়ায় বাজিতে হারতে হলো মাশেলকে। ফলস্বরূপ তাঁকে মাথাও ন্যাড়া করতে হয়েছে। 

স্ন্যাপচ্যাটে আবু মাশেল একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি সেলুনের ভেতরে অবস্থান করছেন। এ সময় দুঃখভারাক্রান্ত হয়ে মাশেলকে বলতে শোনা যায়, ‘আল্লাহ তোমাকে ক্ষমা করুক, মেসি। তোমার জন্য আমি ছোট হয়ে গেলাম।’ 

পরে মাথা ন্যাড়া অবস্থায় ভিডিওতে দেখা যায় মাশেলকে। 

উল্লেখ্য, ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগদানের ঘোষণা দিয়েছেন মেসি। তবে এ ঘোষণা দেওয়ার আগে সৌদি ক্লাব আল-হিলালে তাঁর যোগদানের বিষয়ে ব্যাপক গুঞ্জন উঠেছিল। 

আল-হিলাল ক্লাবে যোগ না দিলেও সাতবার ব্যালন ডি’ওর জেতা মেসি বর্তমানে সৌদি পর্যটনের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত