২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
আর্জেন্টিনার জার্সিতে দি মারিয়া খেলেছেন ১৬ বছর। তবে ফুটবল জগতে তাঁর পথচলা শুরু আরও আগে। প্রায় ২ দশক যিনি ফুটবল মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন, স্বাভাবিকভাবেই তিনি খেলাটির নাড়িনক্ষত্র সব জানেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এবার কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ক্ল্যাঙ্ক মিডিয়ার অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রচারিত এক ভিডিওতে গতকাল মধ্যরাতে দি মারিয়া বলেন, ‘আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি। পরীক্ষামূলকভাবেই করছি এটা। ৩০ বছর বয়স থেকেই ফুটবলকে ভিন্নভাবে দেখি ও বিশ্লেষণ করি। আমি শুধু খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকেই না, কোচ হিসেবেও দেখি।’
কোচিং করানোর কাজটা যে খেলোয়াড়দের চেয়েও কঠিন, সেটা ভালো করেই জানেন দি মারিয়া। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি যে কোচিং করানো অনেক কঠিন কাজ। কারণ তাতে অনেক সময় লাগে। খেলোয়াড় হিসেবে আপনি গেলেন, অনুশীলন করলেন ও বাড়ি ফিরে গেলেন। কোচ হিসেবে আপনাকে নিয়মিত ভিডিও দেখতে হবে, খোঁজ খবর রাখতে হবে এবং অনেক সময় দিতে হবে।’
কোন দলের কোচ হবেন, সেটা খোলাসা করেননি দি মারিয়া। সবকিছু তাই তিনি ছেড়ে দিয়েছেন ভবিষ্যতের হাতে। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন অবসরে যাই, পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে চেয়েছি। পরবর্তীতে এটা হলেও হতে পারে।’ ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা—আর্জেন্টিনার জার্সিতে এই চার মেজর শিরোপা জিতেছেন দি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে ১৪৫ ম্যাচে করেছেন ৩১ গোল। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে।
আন্তর্জাতিক ফুটবলে অবসরের পরও আর্জেন্টিনার ম্যাচে দেখা গেছে দি মারিয়াকে এ বছরের সেপ্টেম্বরে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে তিনি অবশ্য খেলেননি। তবে যে সম্মান তাঁকে দেওয়া হয়েছে, চাইলেও তা কখনো ভুলতে পারবেন না। মনুমেন্তাল স্টেডিয়ামে ঢুকতেই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা।‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে তাঁকে। এমনকি আর্জেন্টাইন এই তারকাকে শূন্যে ছুড়ে উদ্যাপনও করা হয়েছে। তাঁকে নিয়ে আবেগী চিঠি তখন লিখেছিলেন দীর্ঘদিনের বন্ধু লিওনেল মেসি। কারণ চোটে পড়ায় মেসি সেই ম্যাচে খেলতে পারেননি।
২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
আর্জেন্টিনার জার্সিতে দি মারিয়া খেলেছেন ১৬ বছর। তবে ফুটবল জগতে তাঁর পথচলা শুরু আরও আগে। প্রায় ২ দশক যিনি ফুটবল মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন, স্বাভাবিকভাবেই তিনি খেলাটির নাড়িনক্ষত্র সব জানেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এবার কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ক্ল্যাঙ্ক মিডিয়ার অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রচারিত এক ভিডিওতে গতকাল মধ্যরাতে দি মারিয়া বলেন, ‘আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি। পরীক্ষামূলকভাবেই করছি এটা। ৩০ বছর বয়স থেকেই ফুটবলকে ভিন্নভাবে দেখি ও বিশ্লেষণ করি। আমি শুধু খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকেই না, কোচ হিসেবেও দেখি।’
কোচিং করানোর কাজটা যে খেলোয়াড়দের চেয়েও কঠিন, সেটা ভালো করেই জানেন দি মারিয়া। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি যে কোচিং করানো অনেক কঠিন কাজ। কারণ তাতে অনেক সময় লাগে। খেলোয়াড় হিসেবে আপনি গেলেন, অনুশীলন করলেন ও বাড়ি ফিরে গেলেন। কোচ হিসেবে আপনাকে নিয়মিত ভিডিও দেখতে হবে, খোঁজ খবর রাখতে হবে এবং অনেক সময় দিতে হবে।’
কোন দলের কোচ হবেন, সেটা খোলাসা করেননি দি মারিয়া। সবকিছু তাই তিনি ছেড়ে দিয়েছেন ভবিষ্যতের হাতে। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন অবসরে যাই, পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে চেয়েছি। পরবর্তীতে এটা হলেও হতে পারে।’ ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা—আর্জেন্টিনার জার্সিতে এই চার মেজর শিরোপা জিতেছেন দি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে ১৪৫ ম্যাচে করেছেন ৩১ গোল। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে।
আন্তর্জাতিক ফুটবলে অবসরের পরও আর্জেন্টিনার ম্যাচে দেখা গেছে দি মারিয়াকে এ বছরের সেপ্টেম্বরে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে তিনি অবশ্য খেলেননি। তবে যে সম্মান তাঁকে দেওয়া হয়েছে, চাইলেও তা কখনো ভুলতে পারবেন না। মনুমেন্তাল স্টেডিয়ামে ঢুকতেই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা।‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে তাঁকে। এমনকি আর্জেন্টাইন এই তারকাকে শূন্যে ছুড়ে উদ্যাপনও করা হয়েছে। তাঁকে নিয়ে আবেগী চিঠি তখন লিখেছিলেন দীর্ঘদিনের বন্ধু লিওনেল মেসি। কারণ চোটে পড়ায় মেসি সেই ম্যাচে খেলতে পারেননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে