জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫