ক্রীড়া ডেস্ক
কোপা দেল রের ফাইনালের আগে উত্তাল স্প্যানিশ ফুটবল। রেফারি ইস্যুতে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল যেন দুভাগ হয়ে গেছে। বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, ফটোসেশন—সব বর্জন করেছে রিয়াল। প্রয়োজনে ম্যাচও বর্জন করার হুমকি দিয়েছে তারা। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাফ বার্তা, রিয়ালের কথায় হচ্ছে না রেফারি পরিবর্তন। এমন পরিস্থিতিতে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধুয়ে দিয়েছেন লা লিগা সভাপতি ও আরএফইএফ সহসভাপতি হাভিয়ের তেবাস।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেরেজের নাম না উল্লেখ করেই আক্রমণ করেন তেবাস। লা লিগা প্রধান বলেন, ‘এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (ফ্লোরেন্তিনো পেরেজ) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রিয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চান না, কারণ তিনি যা চান, এটা তা নয়।’
রেফারিদের পাশে থেকে তেবাস আরও বলেন, ‘আর এখন রিয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত হয়রানিতে বিরক্ত হয়ে রেফারির মন্তব্যের পর তিনি (পেরেজ) যেভাবে জানেন, সেভাবেই সাড়া দিচ্ছেন। তিনি সংবাদ সম্মেলন বাতিল করছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে যাচ্ছেন, কোপা দেল রের ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করছেন এবং ফাইনালে যোগ দেবেন না বলে খবর ছড়াচ্ছেন।’
পেরেজ ফুটবলের উন্নতি চান না বলেও উল্লেখ করেছেন তেবাস। লা লিগা সভাপতি বলেন, ‘তিনি প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন। তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো, অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।’
কোপা দেল রের ফাইনালের আগে উত্তাল স্প্যানিশ ফুটবল। রেফারি ইস্যুতে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল যেন দুভাগ হয়ে গেছে। বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, ফটোসেশন—সব বর্জন করেছে রিয়াল। প্রয়োজনে ম্যাচও বর্জন করার হুমকি দিয়েছে তারা। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাফ বার্তা, রিয়ালের কথায় হচ্ছে না রেফারি পরিবর্তন। এমন পরিস্থিতিতে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধুয়ে দিয়েছেন লা লিগা সভাপতি ও আরএফইএফ সহসভাপতি হাভিয়ের তেবাস।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেরেজের নাম না উল্লেখ করেই আক্রমণ করেন তেবাস। লা লিগা প্রধান বলেন, ‘এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (ফ্লোরেন্তিনো পেরেজ) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রিয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চান না, কারণ তিনি যা চান, এটা তা নয়।’
রেফারিদের পাশে থেকে তেবাস আরও বলেন, ‘আর এখন রিয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত হয়রানিতে বিরক্ত হয়ে রেফারির মন্তব্যের পর তিনি (পেরেজ) যেভাবে জানেন, সেভাবেই সাড়া দিচ্ছেন। তিনি সংবাদ সম্মেলন বাতিল করছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে যাচ্ছেন, কোপা দেল রের ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করছেন এবং ফাইনালে যোগ দেবেন না বলে খবর ছড়াচ্ছেন।’
পেরেজ ফুটবলের উন্নতি চান না বলেও উল্লেখ করেছেন তেবাস। লা লিগা সভাপতি বলেন, ‘তিনি প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন। তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো, অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে