বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই কাতারের নানা সমালোচনা চলছে। শুরুটা হয়েছিল বিশ্বকাপের সময় সূচিতে পরিবর্তন আনা নিয়ে। সাধারণত বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। কিন্তু এ সময় কাতারে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে বিধায় প্রথমবারের মতো এবার নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ।
এ নিয়ে এর আগে অনেক কোচ ও ফুটবল বিশ্লেষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিশ্বকাপের সময় সূচি নিয়ে সমালোচনায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটিও আবার বিশ্বকাপ শুরুর হাত ছোঁয়া দূরত্বে। তাঁর মতে, এবারের বিশ্বকাপ নিয়ে খুশি নয় ফুটবলাররা।
৫ দিন পরেই শুরু হচ্ছে ফুটবল মহারণ। এমন সময়ই সমালোচনা করলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। মনে করি খেলোয়াড়, দর্শক ও সকলের জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, লোকজন কাজের মধ্যে থাকবে। লোকদের ক্ষেত্রে খেলা দেখার এটা ভালো সময় নয়।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমরা চাই ফুটবল সবার হোক। প্রত্যেকেই বিশ্বকাপের সঙ্গে জড়িত থাকবে। কেননা বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। সমর্থক, খেলোয়াড়দের জন্য এটি একটি উৎসব। এটি এমন কিছু যা দেখা আনন্দের। তাই আরও ভালো উপায়ে করা উচিত ছিল।’
সূচি সমালোচনার সঙ্গে আবার যুক্ত হয়েছে সমকামী, মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের বৈষম্য। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া প্রকাশ্যে কাতারের সমালোচনা করেছে। এ ছাড়া অন্যান্য দলও আয়োজক দেশকে নিয়ে খুশি নয়।
কিছুদিন আগে এই সব সমালোচনা বন্ধের জন্য বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দলকে অনুরোধ করেছিল ফিফা। ফিফা দলগুলোকে অনুরোধ করেছিল, রাজনীতিকে এক পাশে রেখে বিশ্বকাপে মনোযোগ রাখতে। সংস্থাটির অনুরোধের পরও কাতারের সমালোচনা করা থামেনি।
বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই কাতারের নানা সমালোচনা চলছে। শুরুটা হয়েছিল বিশ্বকাপের সময় সূচিতে পরিবর্তন আনা নিয়ে। সাধারণত বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। কিন্তু এ সময় কাতারে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে বিধায় প্রথমবারের মতো এবার নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ।
এ নিয়ে এর আগে অনেক কোচ ও ফুটবল বিশ্লেষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিশ্বকাপের সময় সূচি নিয়ে সমালোচনায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটিও আবার বিশ্বকাপ শুরুর হাত ছোঁয়া দূরত্বে। তাঁর মতে, এবারের বিশ্বকাপ নিয়ে খুশি নয় ফুটবলাররা।
৫ দিন পরেই শুরু হচ্ছে ফুটবল মহারণ। এমন সময়ই সমালোচনা করলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। মনে করি খেলোয়াড়, দর্শক ও সকলের জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, লোকজন কাজের মধ্যে থাকবে। লোকদের ক্ষেত্রে খেলা দেখার এটা ভালো সময় নয়।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমরা চাই ফুটবল সবার হোক। প্রত্যেকেই বিশ্বকাপের সঙ্গে জড়িত থাকবে। কেননা বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। সমর্থক, খেলোয়াড়দের জন্য এটি একটি উৎসব। এটি এমন কিছু যা দেখা আনন্দের। তাই আরও ভালো উপায়ে করা উচিত ছিল।’
সূচি সমালোচনার সঙ্গে আবার যুক্ত হয়েছে সমকামী, মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের বৈষম্য। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া প্রকাশ্যে কাতারের সমালোচনা করেছে। এ ছাড়া অন্যান্য দলও আয়োজক দেশকে নিয়ে খুশি নয়।
কিছুদিন আগে এই সব সমালোচনা বন্ধের জন্য বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দলকে অনুরোধ করেছিল ফিফা। ফিফা দলগুলোকে অনুরোধ করেছিল, রাজনীতিকে এক পাশে রেখে বিশ্বকাপে মনোযোগ রাখতে। সংস্থাটির অনুরোধের পরও কাতারের সমালোচনা করা থামেনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে