ক্রীড়া ডেস্ক
বুয়েনস এইরেসের একটি হেলথ ক্লিনিকে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চিকিৎসার নথিপত্র জব্দ করেছে তারা। আদালতের নির্দেশেই মধ্যরাতে পুলিশ এ অভিযান চালিয়েছে। চার ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরের আলোয় শেষ হয় তা।
পুলিশ জানায়, ম্যারাডোনার চিকিৎসা সম্পর্কিত ২৭৫ পৃষ্ঠার আর্কাইভ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আদান-প্রদান করা ৫৪৭টি ইমেইল জব্দ করা হয়েছে।
লস অলিভস ক্লিনিকের চিকিৎসা পরিচালক পাবলো দিমিত্রিফ সাক্ষ্য দেন, অস্ত্রোপচারের আগে ম্যারাডোনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এরপর সেই ক্লিনিকে কোনো জটিলতা ছাড়াই তার অস্ত্রোপচার করেন এক নিউরোসার্জন। তবে পরীক্ষা-নিরীক্ষাগুলো নথিভুক্ত করা হয়নি। তাই আদালত সেগুলো ২০২০ সালে ৩ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সবগুলো নথি জব্দ করার নির্দেশ দেন।
মস্তিষ্ক ও খুলিতে ক্ষত থাকার কারণে ছুরি-কাঁচির নিচে যেতে হয় ম্যারাডোনাকে। অলিভোস ক্লিনিকে অস্ত্রোপচারের পর ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আইসিইউতে ছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়। লম্বা সময় ধরেই কোকেন ও মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে জয়ের আগেই ২০২০ সালের ২৫ নভেম্বরে পৃথিবীকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।
তবে পরিবারের সদস্যেরা মনে করছেন, স্বাভাবিকভাবে হয়নি তাঁর মৃত্যু। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলছে বিচারকার্য।
বুয়েনস এইরেসের একটি হেলথ ক্লিনিকে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চিকিৎসার নথিপত্র জব্দ করেছে তারা। আদালতের নির্দেশেই মধ্যরাতে পুলিশ এ অভিযান চালিয়েছে। চার ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরের আলোয় শেষ হয় তা।
পুলিশ জানায়, ম্যারাডোনার চিকিৎসা সম্পর্কিত ২৭৫ পৃষ্ঠার আর্কাইভ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আদান-প্রদান করা ৫৪৭টি ইমেইল জব্দ করা হয়েছে।
লস অলিভস ক্লিনিকের চিকিৎসা পরিচালক পাবলো দিমিত্রিফ সাক্ষ্য দেন, অস্ত্রোপচারের আগে ম্যারাডোনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এরপর সেই ক্লিনিকে কোনো জটিলতা ছাড়াই তার অস্ত্রোপচার করেন এক নিউরোসার্জন। তবে পরীক্ষা-নিরীক্ষাগুলো নথিভুক্ত করা হয়নি। তাই আদালত সেগুলো ২০২০ সালে ৩ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সবগুলো নথি জব্দ করার নির্দেশ দেন।
মস্তিষ্ক ও খুলিতে ক্ষত থাকার কারণে ছুরি-কাঁচির নিচে যেতে হয় ম্যারাডোনাকে। অলিভোস ক্লিনিকে অস্ত্রোপচারের পর ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আইসিইউতে ছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়। লম্বা সময় ধরেই কোকেন ও মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে জয়ের আগেই ২০২০ সালের ২৫ নভেম্বরে পৃথিবীকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।
তবে পরিবারের সদস্যেরা মনে করছেন, স্বাভাবিকভাবে হয়নি তাঁর মৃত্যু। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলছে বিচারকার্য।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে