প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে দেশকে প্রতিনিধিত্ব করার। সে অনুযায়ী নিজেদের তৈরিও করেন তাঁরা। কিলিয়ান এমবাপ্পেও সে স্বপ্ন নিয়ে ফুটবলার হয়েছেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপও জিতেছেন। নিজেকে পরিণত করেছেন ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। অথচ সেই এমবাপ্পে কিনা গত বছর আগে হতাশায় ফ্রান্সের হয়ে খেলা ছাড়তে চেয়েছিলেন। এমনটি জানিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত।
নোয়েল লে গ্রেট জানান ঘটনাটি ২০২০ সালের ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর। তিনি বলেছেন, ‘ইউরো শেষ হওয়ার পর তার সঙ্গে দেখা করি। তখন সে খুব রাগান্বিত ও হতাশ ছিল। সে অনুভব করছিল যে, পেনাল্টি মিসের জন্য গণমাধ্যমে তার অনেক সমালোচনা হলো কিন্তু ফেডারেশন তার পাশে দাঁড়াল না। তাই জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলতে চাচ্ছিল না।’
এর আগে ২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছিলেন, ‘জাতীয় দলের হয়ে খেলতে কখনো এক ইউরো নিইনি। সব সময় দলের হয়ে বিনা মূল্যে খেলব। সর্বোপরি, কখনোই দলের সমস্যা হতে চাইনি। কিন্তু যে মুহূর্তে অনুভব করলাম আমি একটি সমস্যা হয়ে উঠেছি এবং সমর্থকেরাও এটা অনুভব করছিল। বার্তা পেয়েছিলাম যে আমাকে ছাড়া দল জয়ী হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, যদি আমাকে ছাড়া দল সুখী হতে পারে তাহলে চলে যাব।’
তবে সেই সব সমস্যা দূর করে এখন কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমবাপ্পে। এখন পর্যন্ত ২৩ বছর বয়সী এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৫৭ ম্যাচে ২৭ গোল করেছেন। প্যারিস সেন্ট জার্মেই তারকা বর্তমানে ক্লাব ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।
প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে দেশকে প্রতিনিধিত্ব করার। সে অনুযায়ী নিজেদের তৈরিও করেন তাঁরা। কিলিয়ান এমবাপ্পেও সে স্বপ্ন নিয়ে ফুটবলার হয়েছেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপও জিতেছেন। নিজেকে পরিণত করেছেন ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। অথচ সেই এমবাপ্পে কিনা গত বছর আগে হতাশায় ফ্রান্সের হয়ে খেলা ছাড়তে চেয়েছিলেন। এমনটি জানিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত।
নোয়েল লে গ্রেট জানান ঘটনাটি ২০২০ সালের ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর। তিনি বলেছেন, ‘ইউরো শেষ হওয়ার পর তার সঙ্গে দেখা করি। তখন সে খুব রাগান্বিত ও হতাশ ছিল। সে অনুভব করছিল যে, পেনাল্টি মিসের জন্য গণমাধ্যমে তার অনেক সমালোচনা হলো কিন্তু ফেডারেশন তার পাশে দাঁড়াল না। তাই জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলতে চাচ্ছিল না।’
এর আগে ২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছিলেন, ‘জাতীয় দলের হয়ে খেলতে কখনো এক ইউরো নিইনি। সব সময় দলের হয়ে বিনা মূল্যে খেলব। সর্বোপরি, কখনোই দলের সমস্যা হতে চাইনি। কিন্তু যে মুহূর্তে অনুভব করলাম আমি একটি সমস্যা হয়ে উঠেছি এবং সমর্থকেরাও এটা অনুভব করছিল। বার্তা পেয়েছিলাম যে আমাকে ছাড়া দল জয়ী হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, যদি আমাকে ছাড়া দল সুখী হতে পারে তাহলে চলে যাব।’
তবে সেই সব সমস্যা দূর করে এখন কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমবাপ্পে। এখন পর্যন্ত ২৩ বছর বয়সী এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৫৭ ম্যাচে ২৭ গোল করেছেন। প্যারিস সেন্ট জার্মেই তারকা বর্তমানে ক্লাব ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫