পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়েছে অনেকবার। তাতে ড্রয়ের চেয়ে বেশির ভাগ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। তবে গতকাল আর তা সম্ভব হয়নি। উল্টো আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল।
সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে গতকাল মাদ্রিদ ডার্বিতে দ্রুতই গোল হজম করে রিয়াল। ৪ মিনিটে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন আলভারো মোরাতা। এরপর ১৮ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি রিয়ালের। ৩-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের একমাত্র গোল ৩৫ মিনিটে করেন টনি ক্রুস। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫টি শট করেছে আনচেলত্তির দল। আর রিয়ালের লক্ষ্য বরাবর আতলেতিকোর শট ছিল ৪টি।
বড় ব্যবধানে হারায় নিজেদেরকেই দায়ী করছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘সিস্টেম তো বদলায়নি। মাঝমাঠে আমরা ভালোই ছিলাম। তবে আমাদের শুরুটা ভালো হয়নি। রক্ষণভাগে ভালোমতো খেলতে পারিনি। আর তারা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর যেভাবে চেয়েছে সেভাবে খেলতে পেরেছে। আতলেতিকো আমাদের চেয়ে ভালো খেলেছে।’
আতলেতিকোর ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মোরাতা। আর একটি গোল করেন গ্রিজমান। তিনটা গোল হয়েছে একইভাবে। সতীর্থের ক্রস থেকে হেডে গোল। আতলেতিকোর গোল তিনটি তাই আনচেলত্তির কাছে কার্বন কপি, ‘গোলগুলো ছিল কার্বন কপি। পেনাল্টি এলাকায় সেন্টার ব্যাক ফুটবলাররা ঠিক জায়গায় ছিল না।’
পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়েছে অনেকবার। তাতে ড্রয়ের চেয়ে বেশির ভাগ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। তবে গতকাল আর তা সম্ভব হয়নি। উল্টো আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল।
সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে গতকাল মাদ্রিদ ডার্বিতে দ্রুতই গোল হজম করে রিয়াল। ৪ মিনিটে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন আলভারো মোরাতা। এরপর ১৮ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি রিয়ালের। ৩-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের একমাত্র গোল ৩৫ মিনিটে করেন টনি ক্রুস। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫টি শট করেছে আনচেলত্তির দল। আর রিয়ালের লক্ষ্য বরাবর আতলেতিকোর শট ছিল ৪টি।
বড় ব্যবধানে হারায় নিজেদেরকেই দায়ী করছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘সিস্টেম তো বদলায়নি। মাঝমাঠে আমরা ভালোই ছিলাম। তবে আমাদের শুরুটা ভালো হয়নি। রক্ষণভাগে ভালোমতো খেলতে পারিনি। আর তারা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর যেভাবে চেয়েছে সেভাবে খেলতে পেরেছে। আতলেতিকো আমাদের চেয়ে ভালো খেলেছে।’
আতলেতিকোর ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মোরাতা। আর একটি গোল করেন গ্রিজমান। তিনটা গোল হয়েছে একইভাবে। সতীর্থের ক্রস থেকে হেডে গোল। আতলেতিকোর গোল তিনটি তাই আনচেলত্তির কাছে কার্বন কপি, ‘গোলগুলো ছিল কার্বন কপি। পেনাল্টি এলাকায় সেন্টার ব্যাক ফুটবলাররা ঠিক জায়গায় ছিল না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে