সর্বোচ্চ ছয় ব্যালন ডি অর জিতে আগেই সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। রাতে সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই তেমন একটা কথা বলতে দেখা যায় না এই আর্জেন্টাইন তারকাকে।
তবে এবার সপ্তম ব্যালন ডি অর জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি মেসি। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘যদিও আমি সব সময় দলীয় সাফল্যকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এবার আরেকটি ব্যালন ডি অর জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
মেসির এবারের ব্যালন ডি অর জেতার পেছনে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটানো বড় ভূমিকা রেখেছে। এ বছর আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘আমি এটি (ব্যালন ডি অর) উৎসর্গ করছি আমার সকল সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজিতে দারুণ পুরস্কারটি উৎসর্গ করছি। দারুণ একটি বছর কাটিয়েছি আমরা।’
দারুণ এই মুহূর্তে পরিবারকেও ভুলে যাননি মেসি, ‘অবশ্যই আমার পরিবার ও বন্ধুবান্ধবকে উৎসর্গ করছি, পাশাপাশি যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন এবং প্রতিনিয়ত পারফর্ম করতে সহায়তা করেছে। আপনাদের সবাইকে ছাড়া এটি কোনো দিন সম্ভব হতো না। অবশ্যই ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন ও পুরস্কারের জন্য। অনেক ভালোবাসা।’
সর্বোচ্চ ছয় ব্যালন ডি অর জিতে আগেই সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। রাতে সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই তেমন একটা কথা বলতে দেখা যায় না এই আর্জেন্টাইন তারকাকে।
তবে এবার সপ্তম ব্যালন ডি অর জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি মেসি। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘যদিও আমি সব সময় দলীয় সাফল্যকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এবার আরেকটি ব্যালন ডি অর জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
মেসির এবারের ব্যালন ডি অর জেতার পেছনে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটানো বড় ভূমিকা রেখেছে। এ বছর আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘আমি এটি (ব্যালন ডি অর) উৎসর্গ করছি আমার সকল সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজিতে দারুণ পুরস্কারটি উৎসর্গ করছি। দারুণ একটি বছর কাটিয়েছি আমরা।’
দারুণ এই মুহূর্তে পরিবারকেও ভুলে যাননি মেসি, ‘অবশ্যই আমার পরিবার ও বন্ধুবান্ধবকে উৎসর্গ করছি, পাশাপাশি যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন এবং প্রতিনিয়ত পারফর্ম করতে সহায়তা করেছে। আপনাদের সবাইকে ছাড়া এটি কোনো দিন সম্ভব হতো না। অবশ্যই ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন ও পুরস্কারের জন্য। অনেক ভালোবাসা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫