মৌসুম শুরুর আগ থেকে আলোচনায় কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে নিয়ে ডামাডোলের মাঝেও সেই আলোচনা থেমে নেই। মৌসুমের প্রথম ম্যাচেও আবার আলোচনায় আসলেন এমবাপ্পে। স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে নেমে পিএসজি সমর্থকদের দুয়োর শিকার হয়েছেন এই ফরাসি তারকা।
এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে। এরপর ফ্রি তে যেকোনো দলে যেতে পারবেন এমবাপ্পে। তবে তাঁকে ছাড়তে রাজি নয় পিএসজি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পে প্যারিসেরই ছেলে, প্যারিস ছেড়ে কোথাও যাবেন না তিনি। পিএসজি ছাড়ার ইঙ্গিত না দিলেও নতুন চুক্তিতে যেতেও রাজি হচ্ছেন না এমবাপ্পে। বারবার ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সময়ের আলোচিত এই তারকা।
কাল ঘরের মাঠে স্ট্রাসবুর্গের বিপক্ষে জয়ের ম্যাচে এ নিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েন এমবাপ্পে। ম্যাচ শুরুর আগে অবশ্য পিএসজির সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মেসি। দলে নতুন আসা তারকাদের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে পিএসজি।
মেসির সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের দিন এমবাপ্পের চুক্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। খেলাইফি বলেছিলেন, ‘মেসির আসার পর এমবাপ্পের আর পিএসজি ছাড়ার কোনো অজুহাত থাকতে পারে না।’
এমবাপ্পে পিএসজিতে থাকবেন কি না, এ প্রশ্নে পিএসজি চেয়ারম্যান সেদিন জানান, ‘কিলিয়ান একজন প্যারিসিয়ান। সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। সে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কোনোটিই নেই। এখানে (পিএসজি) থাকা ছাড়া আর কোনো কিছু করার কারণ নেই তার।’
মৌসুম শুরুর আগ থেকে আলোচনায় কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে নিয়ে ডামাডোলের মাঝেও সেই আলোচনা থেমে নেই। মৌসুমের প্রথম ম্যাচেও আবার আলোচনায় আসলেন এমবাপ্পে। স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে নেমে পিএসজি সমর্থকদের দুয়োর শিকার হয়েছেন এই ফরাসি তারকা।
এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে। এরপর ফ্রি তে যেকোনো দলে যেতে পারবেন এমবাপ্পে। তবে তাঁকে ছাড়তে রাজি নয় পিএসজি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পে প্যারিসেরই ছেলে, প্যারিস ছেড়ে কোথাও যাবেন না তিনি। পিএসজি ছাড়ার ইঙ্গিত না দিলেও নতুন চুক্তিতে যেতেও রাজি হচ্ছেন না এমবাপ্পে। বারবার ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সময়ের আলোচিত এই তারকা।
কাল ঘরের মাঠে স্ট্রাসবুর্গের বিপক্ষে জয়ের ম্যাচে এ নিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েন এমবাপ্পে। ম্যাচ শুরুর আগে অবশ্য পিএসজির সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মেসি। দলে নতুন আসা তারকাদের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে পিএসজি।
মেসির সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের দিন এমবাপ্পের চুক্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। খেলাইফি বলেছিলেন, ‘মেসির আসার পর এমবাপ্পের আর পিএসজি ছাড়ার কোনো অজুহাত থাকতে পারে না।’
এমবাপ্পে পিএসজিতে থাকবেন কি না, এ প্রশ্নে পিএসজি চেয়ারম্যান সেদিন জানান, ‘কিলিয়ান একজন প্যারিসিয়ান। সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। সে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কোনোটিই নেই। এখানে (পিএসজি) থাকা ছাড়া আর কোনো কিছু করার কারণ নেই তার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫