ক্যারিয়ারে যতটুকু অপূর্ণতা ছিল লিওনেল মেসির, সেটাও ঘুচেছে কাতার বিশ্বকাপে। লুসাইলে গত ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জিতেছে ৩৬ বছর পর বিশ্বকাপ। এত বড় যাঁর অর্জন, তাঁর সেই বিশ্বকাপের জার্সির দাম তো একটু বেশি হবেই। শিরোপা জয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিলামে তাঁর ৬ জার্সি বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকা।
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ৭ ম্যাচের মধ্যে মেসির ছয় জার্সি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের দুই ম্যাচ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জার্সি। মেসির পরা এই ছয় জার্সি সোথেবির নিউইয়র্কের সদর দপ্তরে দুই সপ্তাহব্যাপী হওয়া নিলামে প্রদর্শন করা হয়েছিল। নিলাম গতকাল শেষ হলে সোথেবি জানায়, এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ৮৫ কোটি ৩৭ লাখ টাকায়।
সোথেবি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্ট লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ বার্সেলোনার শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা। সোথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রাহাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক জার্সিগুলো শুধুই ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিচয়ই যে বহন করে তা নয়। বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ার-সমৃদ্ধ ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত।’
ক্যারিয়ারে যতটুকু অপূর্ণতা ছিল লিওনেল মেসির, সেটাও ঘুচেছে কাতার বিশ্বকাপে। লুসাইলে গত ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জিতেছে ৩৬ বছর পর বিশ্বকাপ। এত বড় যাঁর অর্জন, তাঁর সেই বিশ্বকাপের জার্সির দাম তো একটু বেশি হবেই। শিরোপা জয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিলামে তাঁর ৬ জার্সি বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকা।
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ৭ ম্যাচের মধ্যে মেসির ছয় জার্সি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের দুই ম্যাচ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জার্সি। মেসির পরা এই ছয় জার্সি সোথেবির নিউইয়র্কের সদর দপ্তরে দুই সপ্তাহব্যাপী হওয়া নিলামে প্রদর্শন করা হয়েছিল। নিলাম গতকাল শেষ হলে সোথেবি জানায়, এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ৮৫ কোটি ৩৭ লাখ টাকায়।
সোথেবি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্ট লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ বার্সেলোনার শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা। সোথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রাহাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক জার্সিগুলো শুধুই ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিচয়ই যে বহন করে তা নয়। বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ার-সমৃদ্ধ ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫