অনলাইন ডেস্ক
যাঁদের ভোটে নির্বাচিত হয়ে গত ২৬ অক্টোবর নতুন কমিটি গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সেই ভোটারদের একাংশকে বিলুপ্ত ঘোষণা করেছে ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি!
বাফুফে ভবনে আজ চার ঘণ্টার দীর্ঘ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয় বাফুফে বর্তমান কমিটি। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনিই জানিয়েছেন দেশের ৩৫ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে তদন্ত শেষে ২৯টির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এই ২৯ কমিটির নাম গণমাধ্যমে জানানো হয়নি। যদিও সূত্রের খবর, এই তালিকায় আছে ঢাকা, ফেনী, নোয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ।
তবে হুট করেই কেন ২৯ জেলা কমিটি বিলুপ্ত করা হলো? এমন প্রশ্নে আমিরুল ইসলামের উত্তর, ‘আমরা ডিএফএ মনিটরিং করার জন্য কমিটি গঠন করেছিলাম। তারা তদন্ত করে এই ২৯ অ্যাসোসিয়েশনে অনিয়ম পেয়েছে। সে জন্য এগুলো বিলুপ্তর প্রস্তাব দেওয়া হয়। আর নির্বাহী কমিটির সভায় সবার সম্মতিতে কমিটিগুলো ভেঙে দেওয়া হলো।’
এদিকে যেসব জেলার কমিটি বিলুপ্ত করা হলো। সেখানে আবার অ্যাডহক কমিটি গঠন করা হবে। সেই অ্যাডহক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে পুনরায় জেলা কমিটিগুলো পুনর্গঠন করবে।
সভায় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেটি হলো রেফারিদের ভাতা বাড়ানো। কদিন আগে রেফারিরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল। গতকালের সভায় তাদের সেই দাবি পূরণ করে ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এই ভাতা তাঁরা আগামী বছরের জানুয়ারি থেকে পাবেন।
তবে দুই বিদেশি কোচ পিটার বাটলার ও হাভিয়ের কাবরেরার চুক্তি নিয়ে সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিটি। এ বিষয়ে সাত দিন সময় নিয়েছে বাফুফে। শিগগিরই তারা আরেকটি সভা করে দুই কোচ এবং আগামী বছরের ফুটবল বাজেট ও সূচি চূড়ান্ত করবেন।
যাঁদের ভোটে নির্বাচিত হয়ে গত ২৬ অক্টোবর নতুন কমিটি গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সেই ভোটারদের একাংশকে বিলুপ্ত ঘোষণা করেছে ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি!
বাফুফে ভবনে আজ চার ঘণ্টার দীর্ঘ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয় বাফুফে বর্তমান কমিটি। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনিই জানিয়েছেন দেশের ৩৫ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে তদন্ত শেষে ২৯টির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এই ২৯ কমিটির নাম গণমাধ্যমে জানানো হয়নি। যদিও সূত্রের খবর, এই তালিকায় আছে ঢাকা, ফেনী, নোয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ।
তবে হুট করেই কেন ২৯ জেলা কমিটি বিলুপ্ত করা হলো? এমন প্রশ্নে আমিরুল ইসলামের উত্তর, ‘আমরা ডিএফএ মনিটরিং করার জন্য কমিটি গঠন করেছিলাম। তারা তদন্ত করে এই ২৯ অ্যাসোসিয়েশনে অনিয়ম পেয়েছে। সে জন্য এগুলো বিলুপ্তর প্রস্তাব দেওয়া হয়। আর নির্বাহী কমিটির সভায় সবার সম্মতিতে কমিটিগুলো ভেঙে দেওয়া হলো।’
এদিকে যেসব জেলার কমিটি বিলুপ্ত করা হলো। সেখানে আবার অ্যাডহক কমিটি গঠন করা হবে। সেই অ্যাডহক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে পুনরায় জেলা কমিটিগুলো পুনর্গঠন করবে।
সভায় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেটি হলো রেফারিদের ভাতা বাড়ানো। কদিন আগে রেফারিরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল। গতকালের সভায় তাদের সেই দাবি পূরণ করে ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এই ভাতা তাঁরা আগামী বছরের জানুয়ারি থেকে পাবেন।
তবে দুই বিদেশি কোচ পিটার বাটলার ও হাভিয়ের কাবরেরার চুক্তি নিয়ে সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিটি। এ বিষয়ে সাত দিন সময় নিয়েছে বাফুফে। শিগগিরই তারা আরেকটি সভা করে দুই কোচ এবং আগামী বছরের ফুটবল বাজেট ও সূচি চূড়ান্ত করবেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫