অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে।
লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।
শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’
অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।
অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে।
লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।
শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’
অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে