গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম ম্যাচে রেফারির সঙ্গে যেন তর্কযুদ্ধে নেমেছিল ফুলহাম ফুটবল দল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ফুলহাম। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল ফুলহাম।
ম্যাচের ৭২ মিনিটের ঘটনা। ফুলহামের লেফট উইঙ্গার উইলিয়ান হ্যান্ডবল করায় ম্যানইউকে পেনাল্টি দিয়েছিলেন ক্রিস কাভাং। রেফারির সিদ্ধান্তে ফুলহাম কোচ মার্কো সিলভা, ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করেন। রেফারির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে মিত্রোভিচের সঙ্গে। সিলভা, মিত্রোভিচ দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।
শুধু লাল কার্ডেই থেমে থাকেনি; সিলভা, মিত্রোভিচসহ পুরো ফুলহাম টিমকেই অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ টুইট করেছে, ‘রোববার ১৯ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে ম্যাচের ৭২ মিনিটে যে ঘটনা ঘটেছে, তাতে ফুলহাম, মার্কো সিলভা ও আলেক্সান্ডার মিত্রোভিচকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করা, অশোভন ইঙ্গিতের অভিযোগ উঠেছে মার্কো সিলভার বিরুদ্ধে। মাঠ থেকে চলে যাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের সঙ্গেও বাজে আচরণ করেছেন। সহকারী রেফারিকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আলেক্সান্ডার মিত্রোভিচের আচরণও ছিল অশোভন। মাঠ থেকে চলে যাওয়ার পর রেফারিকে হুমকি দিয়েছেন। ফুলহাম তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
সিলভা, মিত্রোভিচের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ানও। ১৩ বছরেরও বেশি সময় পর এক ম্যাচে ফুলহামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। সর্বশেষ ২০০৯-এর নভেম্বরে রোমার বিপক্ষে ইউরোপা লিগে জোড়া লাল কার্ড দেখেছিল ফুলহাম।
গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম ম্যাচে রেফারির সঙ্গে যেন তর্কযুদ্ধে নেমেছিল ফুলহাম ফুটবল দল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ফুলহাম। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল ফুলহাম।
ম্যাচের ৭২ মিনিটের ঘটনা। ফুলহামের লেফট উইঙ্গার উইলিয়ান হ্যান্ডবল করায় ম্যানইউকে পেনাল্টি দিয়েছিলেন ক্রিস কাভাং। রেফারির সিদ্ধান্তে ফুলহাম কোচ মার্কো সিলভা, ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করেন। রেফারির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে মিত্রোভিচের সঙ্গে। সিলভা, মিত্রোভিচ দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।
শুধু লাল কার্ডেই থেমে থাকেনি; সিলভা, মিত্রোভিচসহ পুরো ফুলহাম টিমকেই অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ টুইট করেছে, ‘রোববার ১৯ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে ম্যাচের ৭২ মিনিটে যে ঘটনা ঘটেছে, তাতে ফুলহাম, মার্কো সিলভা ও আলেক্সান্ডার মিত্রোভিচকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করা, অশোভন ইঙ্গিতের অভিযোগ উঠেছে মার্কো সিলভার বিরুদ্ধে। মাঠ থেকে চলে যাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের সঙ্গেও বাজে আচরণ করেছেন। সহকারী রেফারিকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আলেক্সান্ডার মিত্রোভিচের আচরণও ছিল অশোভন। মাঠ থেকে চলে যাওয়ার পর রেফারিকে হুমকি দিয়েছেন। ফুলহাম তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
সিলভা, মিত্রোভিচের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ানও। ১৩ বছরেরও বেশি সময় পর এক ম্যাচে ফুলহামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। সর্বশেষ ২০০৯-এর নভেম্বরে রোমার বিপক্ষে ইউরোপা লিগে জোড়া লাল কার্ড দেখেছিল ফুলহাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫