ক্রীড়া ডেস্ক
ক্লাব বিশ্বকাপে যাওয়ার আগেই নতুন কোচ পেল নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। দুই বছরের চুক্তিতে ডাগআউটের দায়িত্ব দিয়েছে সিমোন ইনজাঘির কাঁধে। গত মাসে জর্জ জেসুসকে ছাঁটাই করার পর ইনজাঘির প্রতিই চোখ রেখেছিল সৌদি আরবের ক্লাবটি।
ইনজাঘিও পারেননি লোভনীয় প্রস্তাব ফেরাতে। গুঞ্জন আছে, দুই মৌসুমে ৫ কোটি ইউরো (৬৯৫ কোটি টাকা) বেতন পাবেন তিনি। তিন দিন আগেও তিনি ছিলেন ইন্টার মিলানের কোচ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইন্টার ছাড়েন। এর আগে থেকেই অবশ্য তাঁর আল হিলালে যাওয়ার গুঞ্জন চলছিল।
৪৯ বছর বয়সী ইনজাঘিকে স্বাগত জানিয়ে আল হিলাল সামাজিক মাধ্যমে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস চলে এসেছেন।’ এক ভিডিও বার্তায় ইনজাঘি বলেন, ‘আমি সিমোন ইনজাঘি এবং আল হিলালের সঙ্গে নিজের গল্প শুরু করছি আজ থেকে।’
ইন্টার মিলানে চার বছর কোচিং করিয়ে একবার সিরি আ, দুবার কোপা ইতালিয়া, তিনবার ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ইনজাঘি। দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি। এর আগে খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব লাৎসিওর কোচ ছিলেন ৫ বছর।
১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। গ্রুপ ‘এইচে’ আল হিলাল ছাড়াও রয়েছে পাচুকা, সালজবুর্গ ও রিয়াল মাদ্রিদ।
ক্লাব বিশ্বকাপে যাওয়ার আগেই নতুন কোচ পেল নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। দুই বছরের চুক্তিতে ডাগআউটের দায়িত্ব দিয়েছে সিমোন ইনজাঘির কাঁধে। গত মাসে জর্জ জেসুসকে ছাঁটাই করার পর ইনজাঘির প্রতিই চোখ রেখেছিল সৌদি আরবের ক্লাবটি।
ইনজাঘিও পারেননি লোভনীয় প্রস্তাব ফেরাতে। গুঞ্জন আছে, দুই মৌসুমে ৫ কোটি ইউরো (৬৯৫ কোটি টাকা) বেতন পাবেন তিনি। তিন দিন আগেও তিনি ছিলেন ইন্টার মিলানের কোচ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইন্টার ছাড়েন। এর আগে থেকেই অবশ্য তাঁর আল হিলালে যাওয়ার গুঞ্জন চলছিল।
৪৯ বছর বয়সী ইনজাঘিকে স্বাগত জানিয়ে আল হিলাল সামাজিক মাধ্যমে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস চলে এসেছেন।’ এক ভিডিও বার্তায় ইনজাঘি বলেন, ‘আমি সিমোন ইনজাঘি এবং আল হিলালের সঙ্গে নিজের গল্প শুরু করছি আজ থেকে।’
ইন্টার মিলানে চার বছর কোচিং করিয়ে একবার সিরি আ, দুবার কোপা ইতালিয়া, তিনবার ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ইনজাঘি। দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি। এর আগে খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব লাৎসিওর কোচ ছিলেন ৫ বছর।
১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। গ্রুপ ‘এইচে’ আল হিলাল ছাড়াও রয়েছে পাচুকা, সালজবুর্গ ও রিয়াল মাদ্রিদ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫