ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।
ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫