২০২৪ কোপা আমেরিকায় ‘বিরল’ এক লিওনেল মেসিকে দেখা যাচ্ছে। ম্যাচ যেমন মিস করেছেন, তেমনি অসুস্থ অবস্থায় খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির শারীরিক অবস্থা যা-ই থাকুক না কেন, সেমিফাইনালে তাঁকে খেলানো হবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
এবারের কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে আর্জেন্টিনা। আকাশি নীলদের শিরোপা রক্ষার অভিযানে মেসি খুবই বিবর্ণ। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চার ম্যাচের মধ্যে খেলেছেন তিন ম্যাচ। একটি গোলও নেই তাঁর নামের পাশে। চিলির বিপক্ষে ম্যাচের মাঝখানে চিকিৎসা নিতে দেখা গেছে তাঁকে। ম্যাচে যেমন গোল করতে ব্যর্থ হয়েছেন, তেমনি পেনাল্টি শুটআউটেও গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তাঁর পানেনকা শট আটকে যায় গোলবারে। এক ম্যাচ বিশ্রামের পর মেসি খেলেছেন বলেই কি এই অবস্থা—স্কালোনিকে এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে কৌশলে উত্তর দিয়েছেন।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে আসেন স্কালোনি। মেসি খেলবেন কি খেলবেন না, সে ব্যাপারে প্রশ্ন করা হলে স্কালোনি উত্তর দিয়েছেন,‘সিদ্ধান্তটা পুরোপুরি আমার। যখন আমি দেখব তার অবস্থা ভালো, তাকে খেলাব। যদি সে শতভাগ ফিট নাও থাকে, তবু সে খেলবে। তার দায়ভার পুরোপুরি আমার।’
মেসির অবস্থা যেমনই হোক, আর্জেন্টিনার প্রাণভোমরা তো তিনি। সে কারণে সংবাদ সম্মেলনটা ছিল ‘মেসিময়’। একের পর এক প্রশ্ন শুনে স্কালোনি জানিয়েছেন, বদলি খেলোয়াড় হিসেবে হলেও মেসিকে খেলানো হবে। আর্জেন্টাইন কোচ বলেন,‘এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত। তার অবস্থা দেখে ভাবা হবে,এটা একদম সোজা-সাপটা সিদ্ধান্ত। যদি সে বলে যে তার অবস্থা ভালো না, সে কমপক্ষে ৩০ মিনিট খেলবে। সুস্থ থাকলে তো পুরোটা খেলবে।’
ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির পেনাল্টি মিসের পরও আর্জেন্টিনা জিতেছিল এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে ইকুয়েডরের নিশ্চিত দুটি শট বাজপাখির মতো উড়ে ফিরিয়ে দিয়েছেন মার্তিনেজ। টাইব্রেকারে গোল মিস নিয়ে কোয়ার্টারের ম্যাচ শেষে সাংবাদিকদের মেসি বলেছিলেন, ‘আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে আমি গোলটা করতে পারব। দিবু (মার্তিনেজ) ও (হেরোনিমো) রুলির সঙ্গে কথা বলেছিলাম। কয়েকটা পেনাল্টিও নিয়েছিলাম। অনুশীলন করিনি তবে কথা বলেছি তাদের সঙ্গে।’
আরও বলুন–
২০২৪ কোপা আমেরিকায় ‘বিরল’ এক লিওনেল মেসিকে দেখা যাচ্ছে। ম্যাচ যেমন মিস করেছেন, তেমনি অসুস্থ অবস্থায় খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির শারীরিক অবস্থা যা-ই থাকুক না কেন, সেমিফাইনালে তাঁকে খেলানো হবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
এবারের কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে আর্জেন্টিনা। আকাশি নীলদের শিরোপা রক্ষার অভিযানে মেসি খুবই বিবর্ণ। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চার ম্যাচের মধ্যে খেলেছেন তিন ম্যাচ। একটি গোলও নেই তাঁর নামের পাশে। চিলির বিপক্ষে ম্যাচের মাঝখানে চিকিৎসা নিতে দেখা গেছে তাঁকে। ম্যাচে যেমন গোল করতে ব্যর্থ হয়েছেন, তেমনি পেনাল্টি শুটআউটেও গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তাঁর পানেনকা শট আটকে যায় গোলবারে। এক ম্যাচ বিশ্রামের পর মেসি খেলেছেন বলেই কি এই অবস্থা—স্কালোনিকে এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে কৌশলে উত্তর দিয়েছেন।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে আসেন স্কালোনি। মেসি খেলবেন কি খেলবেন না, সে ব্যাপারে প্রশ্ন করা হলে স্কালোনি উত্তর দিয়েছেন,‘সিদ্ধান্তটা পুরোপুরি আমার। যখন আমি দেখব তার অবস্থা ভালো, তাকে খেলাব। যদি সে শতভাগ ফিট নাও থাকে, তবু সে খেলবে। তার দায়ভার পুরোপুরি আমার।’
মেসির অবস্থা যেমনই হোক, আর্জেন্টিনার প্রাণভোমরা তো তিনি। সে কারণে সংবাদ সম্মেলনটা ছিল ‘মেসিময়’। একের পর এক প্রশ্ন শুনে স্কালোনি জানিয়েছেন, বদলি খেলোয়াড় হিসেবে হলেও মেসিকে খেলানো হবে। আর্জেন্টাইন কোচ বলেন,‘এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত। তার অবস্থা দেখে ভাবা হবে,এটা একদম সোজা-সাপটা সিদ্ধান্ত। যদি সে বলে যে তার অবস্থা ভালো না, সে কমপক্ষে ৩০ মিনিট খেলবে। সুস্থ থাকলে তো পুরোটা খেলবে।’
ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির পেনাল্টি মিসের পরও আর্জেন্টিনা জিতেছিল এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে ইকুয়েডরের নিশ্চিত দুটি শট বাজপাখির মতো উড়ে ফিরিয়ে দিয়েছেন মার্তিনেজ। টাইব্রেকারে গোল মিস নিয়ে কোয়ার্টারের ম্যাচ শেষে সাংবাদিকদের মেসি বলেছিলেন, ‘আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে আমি গোলটা করতে পারব। দিবু (মার্তিনেজ) ও (হেরোনিমো) রুলির সঙ্গে কথা বলেছিলাম। কয়েকটা পেনাল্টিও নিয়েছিলাম। অনুশীলন করিনি তবে কথা বলেছি তাদের সঙ্গে।’
আরও বলুন–
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫