Ajker Patrika

সাবিনাদের ম্যাচের টাকা যাবে বন্যার্তদের সাহায্যে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবিনাদের ম্যাচের টাকা যাবে বন্যার্তদের সাহায্যে 

মালয়েশিয়ার বিপক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই সিলেট ডুবেছে বন্যার পানিতে। অসহায়, পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন সিলেটের মানুষ। ম্যাচ সরে এসেছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। 

বন্যার্ত সিলেটবাসীর জন্য কিছু একটা করার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই চাওয়া থেকে বাংলাদেশ-মালয়েশিয়া দুই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত টাকা বন্যার্তদের দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। 

কমলাপুর স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হবে রোববার একই সময়ে। প্রতি ম্যাচের জন্য ১০ হাজার টিকিট ছাড়া হবে বলে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। প্রতি টিকিটের দাম ধরা হয়েছে ৫০ টাকা করে। বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়ামে আজ থেকে টিকিট বিক্রি শুরু হবে। 

টিকিট কেটে মাঠে এসে দর্শকদের বাংলাদেশের মেয়েদের উৎসাহ দেওয়ার আহ্বান মাহফুজা আক্তার কিরণের। বলেছেন, ‘এই দুই ম্যাচের টিকিটের টাকা সিলেটে বন্যার্তদের সাহায্যে দেওয়া হবে। দুর্গত এলাকায় যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত