হ্যাটট্রিক, সেঞ্চুরি বা কোনো নির্দিষ্ট মাইলফলক অর্জন—এসব ক্ষেত্রে খেলোয়াড়দের নানা রকম উদযাপন করার ঘটনা বেশ পরিচিত। অনেক সময় তাতে প্রতিপক্ষ দল বাধাও দেয়। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিক গত রাতে তেমনই এক ঝামেলার মুখোমুখি হয়েছেন।
মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল ও পালমেইরাস। এই লিভারপুল ক্লাবটি উরুগুয়ের। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে গত রাতে দুর্দান্ত এক গোল করেন এনড্রিক। ৮২ মিনিটে কর্ণার থেকে প্রথমে বল রিসিভ করে হেড দেন রনি। রনির পর হেড দিয়ে লক্ষ্যভেদ করেন এনড্রিক। গোলের পর বাধভাঙা উদযাপন করেছেন কিং কংয়ের মতো। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলারের উদযাপন পছন্দ হয়নি লিভারপুলের। পালমেইরাস-লিভারপুল ফুটবলারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে বদলিও করা হয়।
লিভারপুলকে গত রাতে ৫-০ গোলে হারিয়েছে পালমেইরাস। এনড্রিক এখানে দুই গোলে অবদান রেখেছেন। একটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন এক গোলেও। রাফায়েল ভেইগা ৭১ মিনিটে যে গোল, সেটাতে অ্যাসিস্ট করেছেন এনড্রিক। ভেইগা করেছেন দুই গোল। বাকি দুই গোল করেন রনি ও গুস্তাভো গোমেজ। গোলের উদযাপন প্রসঙ্গে এনড্রিক বলেন, ‘গোল, অ্যাসিস্ট ও জয়ে খুব খুশি আমি। গোলের উদযাপন এভাবে করতেই পছন্দ করি। এখানে বর্ণবাদের কোনো ব্যাপার নেই।’
কিং কংয়ের মতো উদযাপনের অনুপ্রেরণা এনড্রিক পেয়েছেন মুভি দেখেই। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে এমনটা করেছিলাম। বেশ ভালোভাবেই সেটা গ্রহণ করা হয়েছিল। ভক্তদের কাছে গিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকি। তাদের ডিফেন্ডার ম্যাথিয়াস সেটা বুঝেছে ও অন্য খেলোয়াড়েরা সেটা পছন্দ করেনি। বানরের মতো অনুসরণ করে উদযাপন করি। কারণ আমি প্ল্যানেট অব দ্য এপস মুভির ভক্ত। কিং কং মুভি পছন্দ করি। সে যা-ই হোক, আমি খুশি।’
হ্যাটট্রিক, সেঞ্চুরি বা কোনো নির্দিষ্ট মাইলফলক অর্জন—এসব ক্ষেত্রে খেলোয়াড়দের নানা রকম উদযাপন করার ঘটনা বেশ পরিচিত। অনেক সময় তাতে প্রতিপক্ষ দল বাধাও দেয়। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিক গত রাতে তেমনই এক ঝামেলার মুখোমুখি হয়েছেন।
মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল ও পালমেইরাস। এই লিভারপুল ক্লাবটি উরুগুয়ের। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে গত রাতে দুর্দান্ত এক গোল করেন এনড্রিক। ৮২ মিনিটে কর্ণার থেকে প্রথমে বল রিসিভ করে হেড দেন রনি। রনির পর হেড দিয়ে লক্ষ্যভেদ করেন এনড্রিক। গোলের পর বাধভাঙা উদযাপন করেছেন কিং কংয়ের মতো। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলারের উদযাপন পছন্দ হয়নি লিভারপুলের। পালমেইরাস-লিভারপুল ফুটবলারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে বদলিও করা হয়।
লিভারপুলকে গত রাতে ৫-০ গোলে হারিয়েছে পালমেইরাস। এনড্রিক এখানে দুই গোলে অবদান রেখেছেন। একটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন এক গোলেও। রাফায়েল ভেইগা ৭১ মিনিটে যে গোল, সেটাতে অ্যাসিস্ট করেছেন এনড্রিক। ভেইগা করেছেন দুই গোল। বাকি দুই গোল করেন রনি ও গুস্তাভো গোমেজ। গোলের উদযাপন প্রসঙ্গে এনড্রিক বলেন, ‘গোল, অ্যাসিস্ট ও জয়ে খুব খুশি আমি। গোলের উদযাপন এভাবে করতেই পছন্দ করি। এখানে বর্ণবাদের কোনো ব্যাপার নেই।’
কিং কংয়ের মতো উদযাপনের অনুপ্রেরণা এনড্রিক পেয়েছেন মুভি দেখেই। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে এমনটা করেছিলাম। বেশ ভালোভাবেই সেটা গ্রহণ করা হয়েছিল। ভক্তদের কাছে গিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকি। তাদের ডিফেন্ডার ম্যাথিয়াস সেটা বুঝেছে ও অন্য খেলোয়াড়েরা সেটা পছন্দ করেনি। বানরের মতো অনুসরণ করে উদযাপন করি। কারণ আমি প্ল্যানেট অব দ্য এপস মুভির ভক্ত। কিং কং মুভি পছন্দ করি। সে যা-ই হোক, আমি খুশি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫