নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাঁর গোলে বাংলাদেশ গত বছর ধরে রেখেছিল সাফের শিরোপা। সেই ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেলেন এশিয়ান কাপের মূল পর্বে। বাছাইয়ে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই আসে ঋতুপর্ণার পা থেকে। জেতার পর দেশে থাকা মাকে কল দিয়েছিলেন এই ফরোয়ার্ড। মেয়ের সাফল্যের কথা শুনে মায়ের অসুস্থতা দূর হয়ে যায় নিমিষেই।
বাফুফের পাঠানো ভিডিওবার্তায় ঋতুপর্ণা বলেন, ‘জেতার পর মাকে ও পরিবারের সবাইকে কল দিয়েছি। তারা সবাই খুব খুশি দুটি গোল করেছি দেখে। মা তো অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল যে, তার আর নিজেকে অসুস্থ লাগছে না।’
প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ এই মঞ্চে থাকবে, সেটা স্বপ্নেও ভাবেননি ঋতুপর্ণা, ‘অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারি যে আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন। যখন আমি দ্বিতীয় গোলটা করি, এটা আমি আসলে... এই অনুভূতি আমি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমি খুব আবেগাপ্লুত হয়ে পড়েছি।’
র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে গুঁড়িয়ে শুরু হয় বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। এরপর স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে উপহার দেয় চমক। নিয়মরক্ষার ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে তারা। ম্যাচ শেষেই হবে উদ্যাপন, ‘আমরা আসলে কোনো উদ্যাপনই করিনি। আরেকটা ম্যাচ বাকি আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আছে।’
কোচ পিটার বাটলারের প্রশংসা পাওয়া নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘সবকিছু মিলিয়ে ভালো। আমরা একটা ভালো কোচ পেয়েছি। উনি সব সময় আমাদের ভালোই চান। উনি যে প্রশংসা করেছেন, জানি না এর কতটুকু প্রাপ্য।’
তাঁর গোলে বাংলাদেশ গত বছর ধরে রেখেছিল সাফের শিরোপা। সেই ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেলেন এশিয়ান কাপের মূল পর্বে। বাছাইয়ে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই আসে ঋতুপর্ণার পা থেকে। জেতার পর দেশে থাকা মাকে কল দিয়েছিলেন এই ফরোয়ার্ড। মেয়ের সাফল্যের কথা শুনে মায়ের অসুস্থতা দূর হয়ে যায় নিমিষেই।
বাফুফের পাঠানো ভিডিওবার্তায় ঋতুপর্ণা বলেন, ‘জেতার পর মাকে ও পরিবারের সবাইকে কল দিয়েছি। তারা সবাই খুব খুশি দুটি গোল করেছি দেখে। মা তো অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল যে, তার আর নিজেকে অসুস্থ লাগছে না।’
প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ এই মঞ্চে থাকবে, সেটা স্বপ্নেও ভাবেননি ঋতুপর্ণা, ‘অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারি যে আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন। যখন আমি দ্বিতীয় গোলটা করি, এটা আমি আসলে... এই অনুভূতি আমি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমি খুব আবেগাপ্লুত হয়ে পড়েছি।’
র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে গুঁড়িয়ে শুরু হয় বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। এরপর স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে উপহার দেয় চমক। নিয়মরক্ষার ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে তারা। ম্যাচ শেষেই হবে উদ্যাপন, ‘আমরা আসলে কোনো উদ্যাপনই করিনি। আরেকটা ম্যাচ বাকি আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আছে।’
কোচ পিটার বাটলারের প্রশংসা পাওয়া নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘সবকিছু মিলিয়ে ভালো। আমরা একটা ভালো কোচ পেয়েছি। উনি সব সময় আমাদের ভালোই চান। উনি যে প্রশংসা করেছেন, জানি না এর কতটুকু প্রাপ্য।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে