৩৬ বছরের অপেক্ষা তো আর কম সময়ের নয়। লুসাইলে গতকাল ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে অবশেষে শিরোপাখরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ে বাংলাদেশের কোটি কোটি ‘আর্জেন্টাইন সমর্থক’ বাধভাঙা উচ্ছ্বাস করেছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দ, উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মাশরাফি বিন মর্তুজাকেও।
গতকাল লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দুলছিল পেন্ডুলামের মতো। কখনো আর্জেন্টিনার দিকে, কখনো ফ্রান্সের দিকে ম্যাচটা হেলে যাচ্ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয় বাচ্চাদের সঙ্গে উদযাপন করেছেন মাশরাফি। মেসিকে তো অভিনন্দন জানিয়েছেনই, এই জয়ে লিওনেল স্কালোনিসহ পুরো আর্জেন্টাইন কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
মেসি, স্কালোনির তো প্রশংসা করেছেনই, একই সঙ্গে ‘গুরু’ ডিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেছেন মাশরাফি। প্রয়াত কিংবদন্তির হাত ধরেই ১৯৮৬ তে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক বলেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরুতো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নাই। সে থাকলে আজ কি করত কে জানে, তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কি না সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দি গ্রেটেস্ট ম্যারাডোনা। অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসি বাহিনীকে, বিশেষ করে কোচ স্কালোনি সহ পুরো কোচিং স্টাফকে।’
আর্জেন্টিনা ফাইনাল খেলবে, কিন্তু শিরোপা আর ছোঁয়া হবে না-এটা যেন একসময় ছিল ‘অলিখিত নিয়ম।’ ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ এর কোপা আমেরিকা-গল্পটা একই। বারবারই হাতছোঁয়া দূরত্বে থেকে শিরোপাবঞ্চিত হতে হয়েছে আর্জেন্টিনাকে। যে কারণে আর্জেন্টিনা সমর্থকদের অনেক ‘ট্রল’ও সহ্য করতে হয়েছে। তবে সমর্থক হিসেবে আর্জেন্টিনার প্রতি মাশরাফির ভালোবাসা একটু কমেনি। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘এমন একটা দলকে সমর্থন করি, যে দলটাকে নিয়ে শুধু মজা করতে দেখেছি আর হাসির পাত্র হয়েছি। কিন্তু কখনও দলটার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি বরং বেড়েছে।’
৩৬ বছরের অপেক্ষা তো আর কম সময়ের নয়। লুসাইলে গতকাল ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে অবশেষে শিরোপাখরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ে বাংলাদেশের কোটি কোটি ‘আর্জেন্টাইন সমর্থক’ বাধভাঙা উচ্ছ্বাস করেছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দ, উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মাশরাফি বিন মর্তুজাকেও।
গতকাল লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দুলছিল পেন্ডুলামের মতো। কখনো আর্জেন্টিনার দিকে, কখনো ফ্রান্সের দিকে ম্যাচটা হেলে যাচ্ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয় বাচ্চাদের সঙ্গে উদযাপন করেছেন মাশরাফি। মেসিকে তো অভিনন্দন জানিয়েছেনই, এই জয়ে লিওনেল স্কালোনিসহ পুরো আর্জেন্টাইন কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
মেসি, স্কালোনির তো প্রশংসা করেছেনই, একই সঙ্গে ‘গুরু’ ডিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেছেন মাশরাফি। প্রয়াত কিংবদন্তির হাত ধরেই ১৯৮৬ তে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক বলেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরুতো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নাই। সে থাকলে আজ কি করত কে জানে, তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কি না সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দি গ্রেটেস্ট ম্যারাডোনা। অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসি বাহিনীকে, বিশেষ করে কোচ স্কালোনি সহ পুরো কোচিং স্টাফকে।’
আর্জেন্টিনা ফাইনাল খেলবে, কিন্তু শিরোপা আর ছোঁয়া হবে না-এটা যেন একসময় ছিল ‘অলিখিত নিয়ম।’ ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ এর কোপা আমেরিকা-গল্পটা একই। বারবারই হাতছোঁয়া দূরত্বে থেকে শিরোপাবঞ্চিত হতে হয়েছে আর্জেন্টিনাকে। যে কারণে আর্জেন্টিনা সমর্থকদের অনেক ‘ট্রল’ও সহ্য করতে হয়েছে। তবে সমর্থক হিসেবে আর্জেন্টিনার প্রতি মাশরাফির ভালোবাসা একটু কমেনি। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘এমন একটা দলকে সমর্থন করি, যে দলটাকে নিয়ে শুধু মজা করতে দেখেছি আর হাসির পাত্র হয়েছি। কিন্তু কখনও দলটার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি বরং বেড়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে