নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাহামিদুল ইসলামের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারত। রোম থেকে ঢাকায় গতকাল পা রেখেছেন সকালে। কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি। প্রথমবারের মতো এবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফাহামিদুল।
ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গতকাল ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে ইতালিপ্রবাসী ফাহামিদুল সুযোগ পেয়েছেন। তাঁকে নিয়ে বাফুফে গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও বার্তায় ফাহামিদুল বলেন, ‘এখানে এসে অনেক ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশকে কিছু দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এ বছরের মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স করেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও শিলংয়ে স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন তিনি। হামজার পর শমিত শোম, কিউবা মিচেল, ফাহামিদুলের মতো প্রবাসীদের এখন বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। বাংলাদেশের ফুটবল যেন নতুন এক প্রাণ ফিরে পেয়েছে তাতে। ভক্ত-সমর্থকদের ভালোবাসার ব্যাপারে ফাহামিদুল বলেন, ‘এমন ভালোবাসা দেখানোয় সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এমন ভালোবাসা পেয়ে সত্যিই অনেক কৃতজ্ঞ। খেলতে এখন মুখিয়ে আছি।’
১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে খেলবে বাংলাদেশ-সিঙ্গাপুর। একই মাঠে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহামিদুলের হয়তো এবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে।
সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তখন বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ মেলে কিনা, সেটা সময়ই বলে দেবে।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে।
আরও পড়ুন:
ফাহামিদুল ইসলামের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারত। রোম থেকে ঢাকায় গতকাল পা রেখেছেন সকালে। কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি। প্রথমবারের মতো এবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফাহামিদুল।
ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গতকাল ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে ইতালিপ্রবাসী ফাহামিদুল সুযোগ পেয়েছেন। তাঁকে নিয়ে বাফুফে গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও বার্তায় ফাহামিদুল বলেন, ‘এখানে এসে অনেক ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশকে কিছু দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এ বছরের মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স করেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও শিলংয়ে স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন তিনি। হামজার পর শমিত শোম, কিউবা মিচেল, ফাহামিদুলের মতো প্রবাসীদের এখন বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। বাংলাদেশের ফুটবল যেন নতুন এক প্রাণ ফিরে পেয়েছে তাতে। ভক্ত-সমর্থকদের ভালোবাসার ব্যাপারে ফাহামিদুল বলেন, ‘এমন ভালোবাসা দেখানোয় সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এমন ভালোবাসা পেয়ে সত্যিই অনেক কৃতজ্ঞ। খেলতে এখন মুখিয়ে আছি।’
১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে খেলবে বাংলাদেশ-সিঙ্গাপুর। একই মাঠে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহামিদুলের হয়তো এবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে।
সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তখন বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ মেলে কিনা, সেটা সময়ই বলে দেবে।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে