ব্রাজিলে ফুটবল প্রতিভার কখনো অভাব পড়েনি। পেলে, গারিঞ্চা, জিকো, সক্রেটিসের পর সেলেসাওরা পেয়েছিল রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাকার মতো তারকাদের। সেই প্রজন্মের জাদু দেখানো শেষ হতে না হতেই বিশ্বমঞ্চে হাজির নেইমার। যাঁকে ভাবা হচ্ছিল পেলের উত্তরসূরি।
নেইমারের পরের প্রজন্ম ভিনিসিয়াস জুনিয়ার, রিচার্লিসন ও রদ্রিগোও এখন ব্রাজিলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। এর মধ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেয়ে গেছে এনড্রিক ফেলিপে নামের আরেক বিস্ময়বালককে। ইতিমধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন ১৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০২৪ সালে ১৮ বছর পূর্ণ হবে এনড্রিখের। এরপরই লা লিগায় দেখা যাবে তাঁকে। এই ‘ব্রাজিলিয়ান প্রডিজি’র ওপর চোখ ছিল ইউরোপের অনেক বড় ক্লাবের। তবে এ ক্ষেত্রে রিয়ালকেই বেছে নিলেন তিনি। তার কারণও খোলাসা করেছেন এনড্রিক। জানালেন, স্বদেশি ভিনিসয়াসের কারণে রিয়ালকে বেছে নিয়েছেন তিনি।
প্রতি বছর ব্রাজিল কিংবদন্তি জিকো এক প্রীতি ম্যাচের আয়োজন করেন। সেই ম্যাচে খেলতে গিয়ে রিয়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এনড্রিক। প্রীতি ম্যাচটিতে অংশ নেন অনেক কিংবদন্তি ফুটবলার। ৬০ হাজার দর্শকের সামনে তিনটি গোলও করেন এনড্রিক।
ম্যাচ শেষে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা’কে এক সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই রিয়ালের সঙ্গে চুক্তির ব্যাপারে জানান। লস ব্লাঙ্কোসদের কী কারণে বেছে নিয়েছেন সেই কথা জানতে চাওয়া হয়েছিল এনড্রিকের কাছ থেকে। ব্রাজিলিয়ান বিস্ময় বালকের উত্তর, ‘রিয়াল মাদ্রিদ খুব বড় দল। ভিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন এবং আশাও দিয়েছিলেন। তিনি আমার আদর্শ ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। এই কারণে আমি রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছি এবং আমি মনে করি, এটা সঠিক সিদ্ধান্ত। ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে বলেছেন এটা সঠিক পথ।’
ব্রাজিলে ফুটবল প্রতিভার কখনো অভাব পড়েনি। পেলে, গারিঞ্চা, জিকো, সক্রেটিসের পর সেলেসাওরা পেয়েছিল রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাকার মতো তারকাদের। সেই প্রজন্মের জাদু দেখানো শেষ হতে না হতেই বিশ্বমঞ্চে হাজির নেইমার। যাঁকে ভাবা হচ্ছিল পেলের উত্তরসূরি।
নেইমারের পরের প্রজন্ম ভিনিসিয়াস জুনিয়ার, রিচার্লিসন ও রদ্রিগোও এখন ব্রাজিলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। এর মধ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেয়ে গেছে এনড্রিক ফেলিপে নামের আরেক বিস্ময়বালককে। ইতিমধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন ১৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০২৪ সালে ১৮ বছর পূর্ণ হবে এনড্রিখের। এরপরই লা লিগায় দেখা যাবে তাঁকে। এই ‘ব্রাজিলিয়ান প্রডিজি’র ওপর চোখ ছিল ইউরোপের অনেক বড় ক্লাবের। তবে এ ক্ষেত্রে রিয়ালকেই বেছে নিলেন তিনি। তার কারণও খোলাসা করেছেন এনড্রিক। জানালেন, স্বদেশি ভিনিসয়াসের কারণে রিয়ালকে বেছে নিয়েছেন তিনি।
প্রতি বছর ব্রাজিল কিংবদন্তি জিকো এক প্রীতি ম্যাচের আয়োজন করেন। সেই ম্যাচে খেলতে গিয়ে রিয়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এনড্রিক। প্রীতি ম্যাচটিতে অংশ নেন অনেক কিংবদন্তি ফুটবলার। ৬০ হাজার দর্শকের সামনে তিনটি গোলও করেন এনড্রিক।
ম্যাচ শেষে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা’কে এক সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই রিয়ালের সঙ্গে চুক্তির ব্যাপারে জানান। লস ব্লাঙ্কোসদের কী কারণে বেছে নিয়েছেন সেই কথা জানতে চাওয়া হয়েছিল এনড্রিকের কাছ থেকে। ব্রাজিলিয়ান বিস্ময় বালকের উত্তর, ‘রিয়াল মাদ্রিদ খুব বড় দল। ভিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন এবং আশাও দিয়েছিলেন। তিনি আমার আদর্শ ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। এই কারণে আমি রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছি এবং আমি মনে করি, এটা সঠিক সিদ্ধান্ত। ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে বলেছেন এটা সঠিক পথ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫