ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কিন্তু এই ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উন্মাদনা। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। ক্রিকেটাররাও কম রোমাঞ্চিত নন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচের আগে থেকেই গত রাতে জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে যে ছবি পোস্ট করেছেন, সেটা ভাইরাল। জামালসহ সেই ছবিতে আরও আছেন ফাহামিদুল ইসলাম, শমিত শোম, হামজা, তারিক কাজী ও কাজেম শাহ। কে কোন দেশ থেকে এসেছেন, সংশ্লিষ্ট দেশের পতাকাগুলো যোগ করে শেষে বাংলাদেশের পতাকা জামাল জুড়ে দিয়েছেন। জামালের এই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন রুবেল হোসেন। রুবেল ক্যাপশন দিয়েছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সৈয়দ খালেদ আহমেদও। হামজা, শমিত, ফাহামিদুল—এই তিন ফুটবলারের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে খালেদ ক্যাপশন দিয়েছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’ খালেদ ম্যাচের ভেন্যু, শুরুর সময় সবই উল্লেখ করেছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে ১ নম্বর দলই উঠবে মূল পর্বে।
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কিন্তু এই ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উন্মাদনা। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। ক্রিকেটাররাও কম রোমাঞ্চিত নন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচের আগে থেকেই গত রাতে জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে যে ছবি পোস্ট করেছেন, সেটা ভাইরাল। জামালসহ সেই ছবিতে আরও আছেন ফাহামিদুল ইসলাম, শমিত শোম, হামজা, তারিক কাজী ও কাজেম শাহ। কে কোন দেশ থেকে এসেছেন, সংশ্লিষ্ট দেশের পতাকাগুলো যোগ করে শেষে বাংলাদেশের পতাকা জামাল জুড়ে দিয়েছেন। জামালের এই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন রুবেল হোসেন। রুবেল ক্যাপশন দিয়েছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সৈয়দ খালেদ আহমেদও। হামজা, শমিত, ফাহামিদুল—এই তিন ফুটবলারের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে খালেদ ক্যাপশন দিয়েছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’ খালেদ ম্যাচের ভেন্যু, শুরুর সময় সবই উল্লেখ করেছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে ১ নম্বর দলই উঠবে মূল পর্বে।
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে