নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতদের প্রতি।
সাগরিকা ম্যাচ শেষে বলেন, ‘আমি প্রথমে যে গোলটা করেছি, সেটা তাদের উৎসর্গ করেছি। আসলে দুঃখজনক যে বিমান দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা সবাই শোকাহত। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে।’
টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। করেছেন ৮ গোল। ফাইনালে হয়েছেন সেরা। নিজের সাফল্য নিয়ে সাগরিকা বলেছেন, ‘আসলে অনেক ভালো লাগছে। এখন ফুটবল সবাই দেখছে। বাংলাদেশের লোকজন যদি এভাবে সমর্থন দিয়ে যায়, আমরা এগিয়ে যাব।’
লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ থাকতে হয় সাগরিকাকে। কিন্তু সেটা গোলের ক্ষুধা দমিয়ে রাখতে পারেনি। বললেন, ‘অবশ্যই একটু মন খারাপের কথা। আমি যদি তিনটা ম্যাচ খেলতে পারতাম, তাহলে সর্বোচ্চ গোলদাতা হতে পারতাম। তিন ম্যাচ না খেলার পরও সেরা খেলোয়াড় হয়েছি। তাতে অনেক খুশি।’
নেপালের সিমরান রায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন সাগরিকা। তাঁর মনের ভেতর ছিল জেদ, ‘আসলে ওই ঘটনার পর আমার একটা জেদ কাজ করছিল ভালো করার। সেই ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমাদের স্ট্রাইকারদের শান্ত থাকতে হবে।’
বিমান দুর্ঘটনার ঘটনায় বাংলাদেশের হেড কোচ পিটার বাটলারের মনেও নেই আনন্দ, ‘এটা উদ্যাপনের সময় নয়, যখন কেউ তার প্রিয়জন বা সন্তানকে হারায়। আমরা নিহত ও আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করি।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতদের প্রতি।
সাগরিকা ম্যাচ শেষে বলেন, ‘আমি প্রথমে যে গোলটা করেছি, সেটা তাদের উৎসর্গ করেছি। আসলে দুঃখজনক যে বিমান দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা সবাই শোকাহত। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে।’
টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। করেছেন ৮ গোল। ফাইনালে হয়েছেন সেরা। নিজের সাফল্য নিয়ে সাগরিকা বলেছেন, ‘আসলে অনেক ভালো লাগছে। এখন ফুটবল সবাই দেখছে। বাংলাদেশের লোকজন যদি এভাবে সমর্থন দিয়ে যায়, আমরা এগিয়ে যাব।’
লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ থাকতে হয় সাগরিকাকে। কিন্তু সেটা গোলের ক্ষুধা দমিয়ে রাখতে পারেনি। বললেন, ‘অবশ্যই একটু মন খারাপের কথা। আমি যদি তিনটা ম্যাচ খেলতে পারতাম, তাহলে সর্বোচ্চ গোলদাতা হতে পারতাম। তিন ম্যাচ না খেলার পরও সেরা খেলোয়াড় হয়েছি। তাতে অনেক খুশি।’
নেপালের সিমরান রায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন সাগরিকা। তাঁর মনের ভেতর ছিল জেদ, ‘আসলে ওই ঘটনার পর আমার একটা জেদ কাজ করছিল ভালো করার। সেই ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমাদের স্ট্রাইকারদের শান্ত থাকতে হবে।’
বিমান দুর্ঘটনার ঘটনায় বাংলাদেশের হেড কোচ পিটার বাটলারের মনেও নেই আনন্দ, ‘এটা উদ্যাপনের সময় নয়, যখন কেউ তার প্রিয়জন বা সন্তানকে হারায়। আমরা নিহত ও আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫