এক মাস যেতে না যেতেই ঠিকানা বদলে গেল রবার্তো মানচিনির। ইতালির পর এবার সৌদি আরবের কোচ হয়েছেন মানচিনি। মধ্যপ্রাচ্যের দলটির হয়েও ইতিহাস গড়ার কথা জানিয়েছেন তিনি।
সৌদি আরবের ফুটবল ফেডারেশন (সাফ) গতকাল এক বিবৃতিতে মানচিনির কোচ হওয়ার কথা জানিয়েছে। নতুন দলের দায়িত্ব পেয়ে সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সৌদিতেও ইতিহাস গড়ার আশাবাদ ব্যক্ত করে টুইটারে এক ভিডিও বার্তায় মানচিনি বলেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জাতীয় দলের কোচ হতে সৌদি আরবের ফুটবল ফেডারেশনে যোগ দিচ্ছি। এমন সম্মানজনক দায়িত্ব পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ইউরোপে আমি ইতিহাস গড়েছি, এবার সৌদিতে ইতিহাস গড়ার পালা। নতুন দেশে ফুটবলের অভিজ্ঞতা নিতে এটা আমার জন্য দারুণ সুযোগ।’
সৌদির সঙ্গে মানচিনির চুক্তির ব্যাপারে সাফ বিস্তারিত কিছু না জানালেও ইতালিয়ান গণমাধ্যমে জানা গেছে, এক অনুষ্ঠানে যোগ দিতে আজ রিয়াদের উদ্দেশে রওনা দেবেন ও ২০২৭ পর্যন্ত চুক্তি করবেন। বছরে ২৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি, বাংলাদেশি মুদ্রায় তা ২৯৫ কোটি ২০ লাখ টাকা। ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচই সৌদির কোচ হিসেবে তাঁর প্রথম ম্যাচ।
২০১৮ এর বিশ্বকাপ ফুটবলের পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। পাঁচ বছর তাঁর অধীনে ইতালি ৬১ ম্যাচ খেলে জিতেছিল ৩৯ ম্যাচ। ১৩ ম্যাচ ড্র করেছিল ও হেরেছিল ৯ ম্যাচ। তাঁর অধীনে ইতালি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে। ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। তবে কাতার বিশ্বকাপে ইতালি খেলতে না পারায় তাঁর ওপর চাপ বাড়তে থাকে। এরপর এই বছরের ১৩ আগস্ট ইতালির কোচের পদ থেকে পদত্যাগ করেন মানচিনি।
এক মাস যেতে না যেতেই ঠিকানা বদলে গেল রবার্তো মানচিনির। ইতালির পর এবার সৌদি আরবের কোচ হয়েছেন মানচিনি। মধ্যপ্রাচ্যের দলটির হয়েও ইতিহাস গড়ার কথা জানিয়েছেন তিনি।
সৌদি আরবের ফুটবল ফেডারেশন (সাফ) গতকাল এক বিবৃতিতে মানচিনির কোচ হওয়ার কথা জানিয়েছে। নতুন দলের দায়িত্ব পেয়ে সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সৌদিতেও ইতিহাস গড়ার আশাবাদ ব্যক্ত করে টুইটারে এক ভিডিও বার্তায় মানচিনি বলেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জাতীয় দলের কোচ হতে সৌদি আরবের ফুটবল ফেডারেশনে যোগ দিচ্ছি। এমন সম্মানজনক দায়িত্ব পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ইউরোপে আমি ইতিহাস গড়েছি, এবার সৌদিতে ইতিহাস গড়ার পালা। নতুন দেশে ফুটবলের অভিজ্ঞতা নিতে এটা আমার জন্য দারুণ সুযোগ।’
সৌদির সঙ্গে মানচিনির চুক্তির ব্যাপারে সাফ বিস্তারিত কিছু না জানালেও ইতালিয়ান গণমাধ্যমে জানা গেছে, এক অনুষ্ঠানে যোগ দিতে আজ রিয়াদের উদ্দেশে রওনা দেবেন ও ২০২৭ পর্যন্ত চুক্তি করবেন। বছরে ২৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি, বাংলাদেশি মুদ্রায় তা ২৯৫ কোটি ২০ লাখ টাকা। ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচই সৌদির কোচ হিসেবে তাঁর প্রথম ম্যাচ।
২০১৮ এর বিশ্বকাপ ফুটবলের পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। পাঁচ বছর তাঁর অধীনে ইতালি ৬১ ম্যাচ খেলে জিতেছিল ৩৯ ম্যাচ। ১৩ ম্যাচ ড্র করেছিল ও হেরেছিল ৯ ম্যাচ। তাঁর অধীনে ইতালি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে। ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। তবে কাতার বিশ্বকাপে ইতালি খেলতে না পারায় তাঁর ওপর চাপ বাড়তে থাকে। এরপর এই বছরের ১৩ আগস্ট ইতালির কোচের পদ থেকে পদত্যাগ করেন মানচিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫