২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫