নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাগরিকা একাই সেই ম্যাচে করেন সব গোল। এর আগে অবশ্য ৩ ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। তবে গোলের ক্ষুধা দমে যায়নি তাঁর। পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যা শুনে উচ্ছ্বসিত তাঁর বাবা।
আজ টিম হোটেলে সাংবাদিকদের সাগরিকা বলেন, ‘আমার খেলা দেখতে বাবা ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা নেই বলে তিনি আসেননি। আর মাও একটু অসুস্থ ছিলেন। তারপরেও সেরা ফুটবলার হওয়াতে আমার বাবা অনেক খুশি।’
জাতীয় দলে অনেকটা সময় বেঞ্চেই কাটাতে হয় সাগরিকাকে। শুরুর একাদশে নিয়মিত থাকার বিষয়টি ছেড়ে দিলেন কোচ পিটার বাটলারের ওপর। তিনি বলেন, ‘আমি কেমন পারফরম্যান্স করছি, তা তো নিজে বলতে পারব না। এটা নির্ভর করছে কোচের ওপর। কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরম্যান্স করতেছি, আমাকে সেরা একাদশে নামানো উচিত, তাহলে আমি ভালো কিছু করতে পারব। আর যদি না মনে হয়, এটা তো আর কিছু করার নাই।’
আত্মবিশ্বাসী সাগরিকা আরও বলেন, ‘অবশ্যই আমার আত্মবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তারচেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারব।’
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে অনুসরণ করা সাগরিকা মুগ্ধতা ছড়াতে চান ড্রিবলিংয়ে, ‘আমার আগে ড্রিবলিং স্কিল একটু কম ছিল। এখন আগের চেয়ে একটু বেটার করেছি।’
বাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাগরিকা একাই সেই ম্যাচে করেন সব গোল। এর আগে অবশ্য ৩ ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। তবে গোলের ক্ষুধা দমে যায়নি তাঁর। পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যা শুনে উচ্ছ্বসিত তাঁর বাবা।
আজ টিম হোটেলে সাংবাদিকদের সাগরিকা বলেন, ‘আমার খেলা দেখতে বাবা ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা নেই বলে তিনি আসেননি। আর মাও একটু অসুস্থ ছিলেন। তারপরেও সেরা ফুটবলার হওয়াতে আমার বাবা অনেক খুশি।’
জাতীয় দলে অনেকটা সময় বেঞ্চেই কাটাতে হয় সাগরিকাকে। শুরুর একাদশে নিয়মিত থাকার বিষয়টি ছেড়ে দিলেন কোচ পিটার বাটলারের ওপর। তিনি বলেন, ‘আমি কেমন পারফরম্যান্স করছি, তা তো নিজে বলতে পারব না। এটা নির্ভর করছে কোচের ওপর। কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরম্যান্স করতেছি, আমাকে সেরা একাদশে নামানো উচিত, তাহলে আমি ভালো কিছু করতে পারব। আর যদি না মনে হয়, এটা তো আর কিছু করার নাই।’
আত্মবিশ্বাসী সাগরিকা আরও বলেন, ‘অবশ্যই আমার আত্মবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তারচেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারব।’
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে অনুসরণ করা সাগরিকা মুগ্ধতা ছড়াতে চান ড্রিবলিংয়ে, ‘আমার আগে ড্রিবলিং স্কিল একটু কম ছিল। এখন আগের চেয়ে একটু বেটার করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫