কাতার বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তখন জানিয়েছিল, দুই পক্ষই মৌখিকভাবে রাজি হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকভাবে চুক্তির কাগজপত্রে সই করা।
তবে সময় যত অতিবাহিত হচ্ছে, মেসি-পিএসজির চুক্তির গুঞ্জন নাকি তত বাতাসে মিইয়ে যাচ্ছে—এমনটিই দাবি করেছে ফ্রান্সের গণমাধ্যমে লেকিপ। গতকাল গণমাধ্যমটি জানিয়েছে, এই গ্রীষ্মে মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা অনিশ্চিতের পথে যাচ্ছে।
ফরাসি গণমাধ্যমকে উদ্ধৃত করে ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, মঙ্গলবার নতুন চুক্তির বিষয়ে প্যারিসে পিএসজির সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা হোর্হে মেসি। কিন্তু বৈঠকে লিগের শীর্ষ দলের কর্মকর্তাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছায়নি সিনিয়র মেসি। বেশ কয়েকটি বিষয়ে একমত নয় দুই পক্ষই।
গত জানুয়ারিতে মেসি চুক্তিপত্রে সই করবেন বলে আশাবাদী ছিল পিএসজি। এ মাসে সেই সম্ভাবনা এখন আরও ক্ষীণ হচ্ছে বলে জানা যাচ্ছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) সমস্যার কারণে তৃতীয়ে মৌসুমের চুক্তি নিয়ে দুই পক্ষ আবার বসেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তাবে রাজি হননি বার্সেলোনার সাবেক তারকা মেসি।
এক মাস আগে ঠিক করা বৈঠকে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গে দেখা করেছিলেন হোর্হে মেসি। তবে এখন পর্যন্ত আলোচনায় সমঝোতায় না পৌঁছালেও পিএসজি হাল ছেড়ে দিচ্ছে না। নতুন করে আবার বসবে বলে জানা গেছে।
শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে আর্জেন্টাইন জাদুকরের চুক্তি না হলে আবারো বার্সায় ফেরা কিংবা মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনাই বেশি মেসির। কেননা, বহুদিন ধরেই এদের সঙ্গেও গুঞ্জন চলছে তাঁর। এ ছাড়া এল এম টেনকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা অসংখ্যবার প্রকাশ্যে জানিয়েছেন মিয়ামির মালিক ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহাম ও বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।
কাতার বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তখন জানিয়েছিল, দুই পক্ষই মৌখিকভাবে রাজি হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকভাবে চুক্তির কাগজপত্রে সই করা।
তবে সময় যত অতিবাহিত হচ্ছে, মেসি-পিএসজির চুক্তির গুঞ্জন নাকি তত বাতাসে মিইয়ে যাচ্ছে—এমনটিই দাবি করেছে ফ্রান্সের গণমাধ্যমে লেকিপ। গতকাল গণমাধ্যমটি জানিয়েছে, এই গ্রীষ্মে মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা অনিশ্চিতের পথে যাচ্ছে।
ফরাসি গণমাধ্যমকে উদ্ধৃত করে ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, মঙ্গলবার নতুন চুক্তির বিষয়ে প্যারিসে পিএসজির সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা হোর্হে মেসি। কিন্তু বৈঠকে লিগের শীর্ষ দলের কর্মকর্তাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছায়নি সিনিয়র মেসি। বেশ কয়েকটি বিষয়ে একমত নয় দুই পক্ষই।
গত জানুয়ারিতে মেসি চুক্তিপত্রে সই করবেন বলে আশাবাদী ছিল পিএসজি। এ মাসে সেই সম্ভাবনা এখন আরও ক্ষীণ হচ্ছে বলে জানা যাচ্ছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) সমস্যার কারণে তৃতীয়ে মৌসুমের চুক্তি নিয়ে দুই পক্ষ আবার বসেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তাবে রাজি হননি বার্সেলোনার সাবেক তারকা মেসি।
এক মাস আগে ঠিক করা বৈঠকে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গে দেখা করেছিলেন হোর্হে মেসি। তবে এখন পর্যন্ত আলোচনায় সমঝোতায় না পৌঁছালেও পিএসজি হাল ছেড়ে দিচ্ছে না। নতুন করে আবার বসবে বলে জানা গেছে।
শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে আর্জেন্টাইন জাদুকরের চুক্তি না হলে আবারো বার্সায় ফেরা কিংবা মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনাই বেশি মেসির। কেননা, বহুদিন ধরেই এদের সঙ্গেও গুঞ্জন চলছে তাঁর। এ ছাড়া এল এম টেনকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা অসংখ্যবার প্রকাশ্যে জানিয়েছেন মিয়ামির মালিক ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহাম ও বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫