প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এখনো দুই বছরের চুক্তি রয়েছে নেইমারের। তবু ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যায় প্রায়ই।
চোটে পড়ায় ফুটবল থেকে বাইরে রয়েছেন নেইমার। পিএসজির জার্সিতে ২০২২-২৩ মৌসুমের শেষের দিকে খেলতে পারেননি তিনি। আর নতুন মৌসুম শুরু হতে এখনো বাকি কয়েক মাস। মৌসুম শুরুর আগে পিএসজির অনুশীলনে এসেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। চোট থেকে যে সেরে উঠছেন, তা পিএসজির সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা গেছে। তা ছাড়া নতুন সামাজিকমাধ্যম থ্রেডস অ্যাপে কয়েক দিন আগে নেইমার লিখেছেন, ‘২৩/২৪ পার্টি মৌসুম।’ ইমোজি দিয়েছেন ফ্রান্সের পতাকা। ব্যক্তিগত বিমানের ছবি পোস্ট করেছেন।
সম্পর্কের তিক্ততার কারণে লিওনেল মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক শেষ হয় এ বছর। মাঠে নামলেই দুয়োধ্বনির শিকার হতে হতো তাঁকে। তা ছাড়া পিএসজির অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণে যাওয়ায় অনেক সমালোচিত হতে হয় মেসিকে। মেসির মতো এত না হলেও পিএসজির সঙ্গে নেইমারের সম্পর্কও খারাপ হয়েছে। চোটে পড়ায় নেইমার খেলতে পারেননি মৌসুমের বেশির ভাগ ম্যাচ। পিএসজির আল্ট্রাস সমর্থকগোষ্ঠী খেপে গিয়েছিল তাঁর (নেইমার) ওপর। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বাড়িতে নিরাপত্তা বাড়াতে হয়েছিল। চলতি মৌসুম শেষে পিএসজি তাঁকে ছেড়ে দিতে চায়, গত কয়েক মাসে অনেকবার শোনা গেছে। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। এ ছাড়া সৌদি আরবের আল হিলাল থেকে ২ হাজার ৪০০ কোটি টাকার প্রস্তাবও এসেছিল। পিএসজিতে নেইমারের অবস্থা ও ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার সম্ভাবনা কেমন, তা বুঝতেই গত মাসে আল হিলালের সিনিয়র কর্মকর্তারা প্যারিসে গিয়েছিলেন।
২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। পিএসজির হয়ে এখন পর্যন্ত ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে। পাঁচটি লিগ ওয়ান ও তিনটি ফ্রেঞ্চ কাপ জিতেছেন তিনি। প্যারিসিয়ানদের হয়ে নেইমারের শুধু চ্যাম্পিয়নস লিগই জেতা হয়নি।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এখনো দুই বছরের চুক্তি রয়েছে নেইমারের। তবু ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যায় প্রায়ই।
চোটে পড়ায় ফুটবল থেকে বাইরে রয়েছেন নেইমার। পিএসজির জার্সিতে ২০২২-২৩ মৌসুমের শেষের দিকে খেলতে পারেননি তিনি। আর নতুন মৌসুম শুরু হতে এখনো বাকি কয়েক মাস। মৌসুম শুরুর আগে পিএসজির অনুশীলনে এসেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। চোট থেকে যে সেরে উঠছেন, তা পিএসজির সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা গেছে। তা ছাড়া নতুন সামাজিকমাধ্যম থ্রেডস অ্যাপে কয়েক দিন আগে নেইমার লিখেছেন, ‘২৩/২৪ পার্টি মৌসুম।’ ইমোজি দিয়েছেন ফ্রান্সের পতাকা। ব্যক্তিগত বিমানের ছবি পোস্ট করেছেন।
সম্পর্কের তিক্ততার কারণে লিওনেল মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক শেষ হয় এ বছর। মাঠে নামলেই দুয়োধ্বনির শিকার হতে হতো তাঁকে। তা ছাড়া পিএসজির অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণে যাওয়ায় অনেক সমালোচিত হতে হয় মেসিকে। মেসির মতো এত না হলেও পিএসজির সঙ্গে নেইমারের সম্পর্কও খারাপ হয়েছে। চোটে পড়ায় নেইমার খেলতে পারেননি মৌসুমের বেশির ভাগ ম্যাচ। পিএসজির আল্ট্রাস সমর্থকগোষ্ঠী খেপে গিয়েছিল তাঁর (নেইমার) ওপর। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বাড়িতে নিরাপত্তা বাড়াতে হয়েছিল। চলতি মৌসুম শেষে পিএসজি তাঁকে ছেড়ে দিতে চায়, গত কয়েক মাসে অনেকবার শোনা গেছে। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। এ ছাড়া সৌদি আরবের আল হিলাল থেকে ২ হাজার ৪০০ কোটি টাকার প্রস্তাবও এসেছিল। পিএসজিতে নেইমারের অবস্থা ও ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার সম্ভাবনা কেমন, তা বুঝতেই গত মাসে আল হিলালের সিনিয়র কর্মকর্তারা প্যারিসে গিয়েছিলেন।
২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। পিএসজির হয়ে এখন পর্যন্ত ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে। পাঁচটি লিগ ওয়ান ও তিনটি ফ্রেঞ্চ কাপ জিতেছেন তিনি। প্যারিসিয়ানদের হয়ে নেইমারের শুধু চ্যাম্পিয়নস লিগই জেতা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে