ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে