আন্তর্জাতিক ফুটবলে বিরতি শেষে ক্লাব ফুটবলে গতকাল প্রথম খেলতে নেমেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সিতে দুর্দান্ত খেলেছিলেন মেসি ও এমবাপ্পে। বিরতি কাটিয়ে গতকালই প্রথম প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন এই দুই তারকা ফুটবলার। তবে পার্ক দে প্রিন্সেসে তাঁরা দুজনেই ছিলেন নিষ্প্রভ। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের মতে, তাঁদের থেকে সবকিছু আশা করা কঠিন।
পার্ক দে প্রিন্সেসে গতকাল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুত এগিয়ে যায় লিওঁ। ৫৬ মিনিটে লিওঁর হয়ে গোল করেন ব্র্যাডলি বার্কোলা। পিছিয়ে থেকে এর আগে অবশ্য মেসি, এমবাপ্পের গোলে ঘুরে দাড়িয়েছিল পিএসজি। তবে এবার মেসি, এমবাপ্পেদের কেউই উদ্ধার করতে পারেননি প্যারিসিয়ানদের। ১-০ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচ শেষে গালতিয়ের বলেন, ‘শেষ বাঁশির শব্দ শুনে খুব খারাপ লেগেছে। ২০২৩-এ আমরা আট ম্যাচ হেরেছি। লিও এবং কিলিয়ানের থেকে আমরা সবকিছু আশা করতে পারি না। লিও এমনই এক খেলোয়াড়, যে মৌসুমের শুরু থেকেই দলকে দিয়ে আসছে।’
গতকাল হেরেও লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। ২৯ ম্যাচে ২১ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৬৬ পয়েন্ট প্যারিসিয়ানদের। দ্বিতীয় স্থানে থাকা লেঞ্জের পয়েন্ট ৬০।
আন্তর্জাতিক ফুটবলে বিরতি শেষে ক্লাব ফুটবলে গতকাল প্রথম খেলতে নেমেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সিতে দুর্দান্ত খেলেছিলেন মেসি ও এমবাপ্পে। বিরতি কাটিয়ে গতকালই প্রথম প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন এই দুই তারকা ফুটবলার। তবে পার্ক দে প্রিন্সেসে তাঁরা দুজনেই ছিলেন নিষ্প্রভ। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের মতে, তাঁদের থেকে সবকিছু আশা করা কঠিন।
পার্ক দে প্রিন্সেসে গতকাল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুত এগিয়ে যায় লিওঁ। ৫৬ মিনিটে লিওঁর হয়ে গোল করেন ব্র্যাডলি বার্কোলা। পিছিয়ে থেকে এর আগে অবশ্য মেসি, এমবাপ্পের গোলে ঘুরে দাড়িয়েছিল পিএসজি। তবে এবার মেসি, এমবাপ্পেদের কেউই উদ্ধার করতে পারেননি প্যারিসিয়ানদের। ১-০ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচ শেষে গালতিয়ের বলেন, ‘শেষ বাঁশির শব্দ শুনে খুব খারাপ লেগেছে। ২০২৩-এ আমরা আট ম্যাচ হেরেছি। লিও এবং কিলিয়ানের থেকে আমরা সবকিছু আশা করতে পারি না। লিও এমনই এক খেলোয়াড়, যে মৌসুমের শুরু থেকেই দলকে দিয়ে আসছে।’
গতকাল হেরেও লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। ২৯ ম্যাচে ২১ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৬৬ পয়েন্ট প্যারিসিয়ানদের। দ্বিতীয় স্থানে থাকা লেঞ্জের পয়েন্ট ৬০।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫